নন্দীগ্রাম : নন্দীগ্রামের বয়ালে তৃণমূল কর্মী রবীন্দ্রনাথ মান্না খুনের ঘটনায় সিআইডিকেই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিল হলদিয়া আদালত। বিধানসভা নির্বাচনের আগে ২৭ মার্চ বিজেপির হামলায় গুরুতর আহত হয়েছিলেন রবীন্দ্রনাথ। তাঁর মাথা, বুক ও পিঠে গুরুতর আঘাত লেগেছিল। অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়েছিল। ১৪ দিনের লড়াই শেষে ৯ এপ্রিল তিনি মারা যান কলকাতার এসএসকেএম হাসপাতালে।
আরও পড়ুন-বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত ওয়ার্ডে জয়ী হল তৃণমূল
তারপর এই তৃণমূল কর্মীর মৃতদেহ নন্দীগ্রামে নিয়ে এলে দলীয় সমর্থকরা এই খুনের পেছনে যুক্ত বিজেপি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই সময় এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি। ঘটনার প্রথমেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তবে মূল অভিযুক্ত রাধাগোবিন্দ দাস অধরাই ছিল। তিন মাস পর জুলাই মাসের ৯ তারিখে হাঁড়িয়া থেকে গ্রেফতার করা হয় রাধাগোবিন্দকে।