গরুপাচার কাণ্ডে তদন্তে সিআইডি

গরুপাচার মামলার কয়েকটি বিষয় নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে সিআইডি। সেই সূত্রে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এবং সুতির বেশ কয়েকটি এলাকায় ঘুরে গিয়েছে

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : গরুপাচার মামলার কয়েকটি বিষয় নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে সিআইডি। সেই সূত্রে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এবং সুতির বেশ কয়েকটি এলাকায় ঘুরে গিয়েছে সিআইডির দল। সূত্রের খবর, সিআইডি অফিসাররা সুতি এবং রঘুনাথগঞ্জের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে দেখা করেছেন। তাঁদের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় ফের মালদায় সিআইডির অফিসে ডেকে একদফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে কয়েকজনকে।

আরও পড়ুন-পদ্মের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পথে নামবে তৃণমূল

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমাতে গরুর খোঁয়াড়ে কত গরু এনে রাখা হয়েছিল, মূলত তার তদন্ত চলছে এখন। এই মামলায় ইতিমধ্যেই সিআইডি অফিসে ডেকে পাঠানো হয়েছিল রঘুনাথগঞ্জ ২ ব্লকের বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলিয়ারা বিবির স্বামী সাহাবুল শেখকে। সাহাবুল সোমবার জানান, ‘‘সম্প্রতি সিআইডির দুই অফিসার গ্রামে এসে কোথায় কতগুলো গরুর খোঁয়াড় ছিল এবং সেখানে ২০১৬-২১ কতগুলো গরু রাখা হয়েছিল তার নথি এবং হিসেব দেখতে চান। জানতে চেয়েছিলেন কীভাবে খোঁয়াড়ের নিলাম হয়। আমি তাঁদেরকে জানিয়েছি, পঞ্চায়েতের অর্থ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর টেন্ডার ডেকে জেনারুলকে খোঁয়াড় চালাতে দেওয়া হয়েছিল। কোথাও কোনও বেনিয়ম হয়নি।’’

Latest article