সংবাদদাতা, নন্দীগ্রাম : নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পরিকল্পিত হামলার সরেজমিনে তদন্ত শুরু করল সিআইডি। মঙ্গলবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পৌঁছয় সিআইডি দল। গত বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে প্রচারে গিয়ে এখানেই পায়ে আঘাত পেয়েছিলেন তৃণমূল নেত্রী। তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল বলে অভিযোগ করে নেত্রী জানান, নির্বাচনের পরে এই ঘটনার সিআইডি তদন্ত হবে। গত ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসে ভার্চুয়াল সভায় ভাষণেও মুখ্যমন্ত্রী জানান, নন্দীগ্রামে তাঁকে খুন করার চক্রান্ত হয়েছিল। মঙ্গলবার সিআইডি দলটি ঘটনাস্থল ছাড়াও পুরো এলাকা খতিয়ে দেখল। বিরুলিয়া বাজারে এক সিভিক ভলান্টিয়ারের সঙ্গে সেদিনের ঘটনা নিয়ে কথা বলেন তাঁরা। ঘটনাস্থলের আশপাশের ব্যবসায়ী এবং বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন গোয়েন্দারা।
আরও পড়ুন : বিশ্বভারতীতে চলছে স্বৈরাচারী শাসন
রাজ্যে প্রথম দফা ভোটের ঠিক আগের রাতে ২৬ মার্চ তৃণমূল নেতা রবীন মান্না-সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায়। দু’সপ্তাহ পর মারা যান রবীন। জনসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ক্ষমতায় এলে রবীন মান্নার মৃত্যুর সিআইডি তদন্ত হবে। সিআইডি তদন্ত হলে গ্রেফতার হন বেশ কয়েকজন বিজেপি নেতা। সেই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার কোনও যোগ আছে কি না, তা মঙ্গলবার নন্দীগ্রামে এসে খতিয়ে দেখে সিআইডি। গোয়েন্দাদের তদন্তে শেষ পর্যন্ত কী তথ্য উঠে আসে, আপাতত সেদিকেই চোখ রাজ্যবাসীর।