প্রতিবেদন : সোমবারই সামনে আসে ডিএলএড প্রশ্নপত্র নিয়ে চক্রান্তের ঘটনা। এবার সেই চক্রান্তের ঘটনার পর্দাফাঁস করতে সিআইডি (CID)তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে নবান্নের (Nabanna) তরফে এই ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন-রবীন্দ্রভবন সংস্কারে ৩০ লক্ষ
বলা হয়েছে, এই অভিযোগের তদন্ত করবে রাজ্য পুলিশের সিআইডি। ইতিমধ্যে গোটা বিষয়টি প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানানো হয়েছে। অভিযোগ, ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র নাকি পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। এখন এরই তদন্ত করবে সিআইডি।