মৃত্যু-নাটকের যবনিকা পতন করে শনিবার ফের প্রকাশ্যে এসেছিলেন বলিউডের নীল ছবির তারকা পুনম পাণ্ডে। শুক্রবার যখন তাঁর মৃত্যুর খবরে সকলে চমকে গিয়েছইলেন, এবার বেঁচে থাকার খবরে তার চেয়ে বেশি চমকেছেন সকলেই তাঁরা। সোশ্যাল মিডিয়ায় পুনমের প্রত্যাবর্তনে ঠিক কী প্রতিক্রিয়া হওয়া উচিত তাই ভেবে পাচ্ছেন না অনুরাগীরা। চলছে সমালোচনার ঝড়ও। এবার পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানাল অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)।
AICWA শনিবার এক্স হ্যান্ডেলে পুনমের এই কাজটিকে “অত্যন্ত ভুল” বলে বর্ণনা করে একটি বিবৃতি শেয়ার করেছে। বিবৃতিতে লেখা হয়েছে, “মডেল অভিনেত্রী পুনম পান্ডের জাল পিআর স্টান্ট অত্যন্ত ভুল। স্ব-প্রচারের জন্য সার্ভাইক্যাল ক্যান্সারের এই খবরটি ছড়িয়েছিলেন। এই খবরের পর, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও মৃত্যুর খবর বিশ্বাস করতে দ্বিধাবোধ করতে পারে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ পিআরের জন্য এই কাজ করেন না।“ অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত পুনমের নিন্দা জানিয়ে একটি নতুন বিবৃতি জারি করেছেন এবং বলেছেন যে তিনি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন।
আরও পড়ুন- আমেরিকা-ব্রিটেনের যৌথ অভিযান, ইয়েমেনে হুথিদের গোপন ডেরায় চলল আকাশ পথে হামলা
শুক্রবার সকালে সমাজ মাধ্যমের পোস্টে পুনমের মৃত্যু সংবাদ ভাইরাল হয়। খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা ছিল আদৌ কি সত্যি, না কি গোটাটাই গুজব? এর আগে অনেকবার লাইম লাইটে আসতে একাধিক বিতর্কিত কাজ করেছেন অভিনেত্রী। এবারও সেরকম কিছু ঘটেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বেলা বাড়তেই জল্পনায় সিলমোহর দেন অভিনেত্রীর সহকারী। পোস্টে লেখা হয়, ‘‘দুঃখের সঙ্গে জানাচ্ছি জরায়ুর ক্যানসারে আমরা আমাদের প্রিয় পুনমকে হারিয়ে ফেললাম। দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। আমরা স্নেহের সঙ্গে ওকে স্মরণ করব।’’ কিন্তু ‘পিকচার’ তখনও বাকি ছিল। শনিবার বেলায় নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিয়োর মাধ্যমে পুনম নিজেই প্রকাশ্যে আসেন। জানান, গুজবের কারণ ছিল তাঁর ‘নিখোঁজ’ হয়ে যাওয়া। আসলে জরায়ু-মুখের ক্যানসার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল করতে এমন পদ্ধতি অবলম্বন করেন নায়িকা। মহিলাদের এই টিকার কী প্রয়োজনীয়তা সেটাই জানান পুনম। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ঘোষণাতেও মহিলাদের এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রসঙ্গ উঠে এসেছিল। তারপরের দিন নিজের মৃত্যু নিয়েই ‘সাসপেন্স’ তৈরি করে, বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন বলেই জানান পুনম।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…