রাজ্যসভায় ঢুকে পড়ল সিআইএসএফ তীব্র প্রতিবাদ তৃণমূল-সহ বিরোধীদের

রাজ্যসভায় বিরোধীদের কণ্ঠরোধ করতে নামানো হল সিআইএসএফ কমান্ডো। দেশের গণতন্ত্রের পীঠস্থানেই সাম্প্রতিককালের সব থেকে বড় অগণতান্ত্রিক পদক্ষেপ করল মোদি সরকার৷

Must read

প্রতিবেদন : নজিরবিহীন ঘটনা। রাজ্যসভায় বিরোধীদের কণ্ঠরোধ করতে নামানো হল সিআইএসএফ কমান্ডো। দেশের গণতন্ত্রের পীঠস্থানেই সাম্প্রতিককালের সব থেকে বড় অগণতান্ত্রিক পদক্ষেপ করল মোদি সরকার৷ রাজ্যসভায় এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সোচ্চার বিরোধীদের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে সভার ওয়েলে নামানো হল মার্শালের বেশধারী কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ ‘কমান্ডো’দের৷ এর আগে এমন কোনও ঘটনার সাক্ষী হয়নি দেশের সংসদ, যা ঘটেছে শুক্রবার৷ তারপরেও দমানো যায়নি তৃণমূল কংগ্রেসের সাংসদদের৷ তাঁদের সঙ্গে ছিলেন ডিএমকের সাংসদ তিরুচি শিবা এবং আপ সাংসদ সঞ্জয় সিং৷

আরও পড়ুন-৯ সেপ্টেম্বর দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন

মার্শালের বেশধারী সিআইএসএফ-এর কমান্ডোদের সঙ্গে ধাক্কাধাক্কির পরেও দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে রাজ্যসভার ওয়েলে নেমে সরকার বিরোধী স্লোগান দিয়েছেন তৃণমূল সাংসদরা। সরকারকে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও সাগরিকা ঘোষ৷ ডেরেকের কথায়, আগে এমন ঘটনা দেখিনি৷ এত ভয় পাচ্ছে সরকার সার-ভোট চুরি নিয়ে সংসদে আলোচনা করতে!

Latest article