প্রতিবেদন : শাসক দলের কোন্দলে তুলকালাম আগরতলায়। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাইশ গজেও কুৎসিত গেরুয়াকরণের ছায়া। আর তা এতটাই যে ত্রিপুরায় রাজ্য ক্রিকেট সংস্থার ক্ষমতা দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল নিয়ে হুমকি শাসক দলের দুই গোষ্ঠীর। দখলদারির রাজনীতি করতে গিয়ে তুঙ্গে উঠেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিধানসভা ভোটের পর থেকেই মুখ্যমন্ত্রী মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মধ্যে গোলমাল শুরু হয়েছিল। এখন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে।
আরও পড়ুন-দিনভর উত্তাল সংসদে একজোট ইন্ডিয়া
গত বিধানসভা ভোটের পর থেকেই ত্রিপুরা বিজেপিতে যুযুধান দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াই ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে। একদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দলের মধ্যে অনেকে এমনও বলছেন, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দু’দিকে ভারসাম্য রেখে চলতে গিয়ে দুই শিবিরেরই বিরাগভাজন হচ্ছেন। ত্রিপুরার রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাজীব একসময়ে ছিলেন ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান। তখন বিপ্লব মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যে তিনি ‘বিপ্লবের লোক’ বলে পরিচিত ছিলেন। পরবর্তীতে মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে বর্তমানে বিপ্লব শিবিরের চক্ষুশূল রাজ্য সভাপতি। সব মিলিয়ে, উত্তর পূর্বের এই ছোট রাজ্যটিতে রাজনৈতিক ক্ষমতা দখল করেও চূড়ান্ত অশান্তির বাতাবরণ শাসক শিবিরে।
আরও পড়ুন-বাংলাকে অশান্ত করতে পদ্মশিবিরের হামলা, চলছে উসকানি-ভাষণ, বিজেপি থেকে সাবধান বার্তা তৃণমূল বিধায়কের
ওয়াকিবহাল মহলের মতে, বিভিন্ন স্বশাসিত সংস্থায় কোন গোষ্ঠীর দখল থাকবে, তা নিয়ে দলে প্রবল বিতণ্ডা বেধেছে। তারই ফল ত্রিপুরা ক্রিকেট সংস্থায় দুপক্ষের সংঘাত থেকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বেরিয়ে পড়া। ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোন্দল নিয়ে যা ঘটেছে, তা অতীতের সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বলেই মত দলের অন্দরে অনেকের।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…