গোবিন্দভোগের শুল্ক প্রত্যাহারের দাবি

Must read

প্রতিবেদন : গোবিন্দভোগ চালের (Gobindobhog Rice) উপরে চাপানো শুল্ক মকুব করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সুগন্ধের জন্য বাসমতী চালের সঙ্গে একই বন্ধনীতে উচ্চারিত হয় গোবিন্দভোগ চালের (Gobindobhog Rice) নাম। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বিদেশেও এই চালের চাহিদা আছে। সৌদি আরব, আমিরশাহি, কাতার-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই চালের চাহিদা রয়েছে। বাংলা থেকে নিয়মিত ওইসব দেশে রফতানি হয়। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে গোবিন্দভোগ চালের উৎপাদন বাড়াতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। এখন শুল্ক বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলার চাষিরা। বাসমতী চালের উপর শুল্ক বসায়নি কেন্দ্র। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, তাহলে গোবিন্দভোগের ওপর কেন এই শুল্ক? তা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-৬০-অনূর্ধ্ব বিধবারাও লক্ষ্মীর ভাণ্ডারের আওতায়

Latest article