রোহিত-বিরাট নিয়ে ক্লার্ক, এটাই অস্ট্রেলিয়ায় শেষ সিরিজ ওদের

রোহিত শর্মা ও বিরাট কোহলি কেরিয়ারের শেষপ্রান্ত এসে পৌঁছেছেন। এমনটাই মনে করছেন মাইকেল ক্লার্ক।

Must read

মেলবোর্ন, ১৩ নভেম্বর : রোহিত শর্মা ও বিরাট কোহলি কেরিয়ারের শেষপ্রান্ত এসে পৌঁছেছেন। এমনটাই মনে করছেন মাইকেল ক্লার্ক। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়কের বক্তব্য, ‘‘এটা সম্ভবত রোহিত ও বিরাটের শেষ অস্ট্রেলিয়া সফর। যদি সেটা হয়, তাহলে বলতেই হবে, ওরা অবসরের খুব কাছে পৌঁছে গিয়েছে। তবে একটা বিষয়ে আমি নিশ্চিত, ওদের কখনও বাদ দেওয়া হবে না।’’

আরও পড়ুন-দিল্লিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অংশ নেবে বাংলার ১৭টি দফতর

ক্লার্ক আরও বলেন, ‘‘সব ক্রিকেটারই জানে, রান করতে না পারলে বা উইকেট নিয়ে ব্যর্থ হলে প্রশ্নের মুখে পড়তেই হবে। যদি আপনি দলের অধিনায়ক হন, তাহলে কিছুটা শিথিলতা পাবেন। বা আপনি যদি গত ১০ বছর বা তার থেকেও বেশি সময় ধরে নিজেকে বিশ্বের সেরা ব্যাটার হিসেবে প্রমাণ করে থাকেন, তাহলেও কিছুটা সময় পাবেন। আমার ধারণা, বিরাট বাকিদের থেকে সব সময়ই বেশি সময় ছাড় পাবে।’’ বর্ডার-গাভাসকর সিরিজে অস্ট্রেলিয়ার জন্য গলা ফাটালেও, ক্লার্ক রোহিত ও বিরাটকে ফর্মে দেখতে চান। তিনি বলছেন, ‘‘সিরিজ এবং টেস্ট ক্রিকেটের স্বার্থে আমি চাই, ওরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরা ফর্মে খেলুক। প্রচুর রান করুক। পাশাপাশি এটাও দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি, শক্তিশালী অস্ট্রেলীয় বোলিং আক্রমণ ভারতীয় টপ অর্ডারকে কতটা সমস্যার মুখে ফেলে।’’

Latest article