নয়াদিল্লি : বিজয় দশমীর রাতে দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ক্যাম্পাস। ‘রাবণ-দহন’কে কেন্দ্র করে চলল ইট আর জুতো ছোঁড়াছুঁড়ি এবং হাতাহাতিও। সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া। জানা গিয়েছে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি এবং বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের পড়ুয়াদের মধ্যেই এই সংঘাত। তবে গেরুয়া ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মূলত অতিবামপন্থীরাই। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। বিশ্ববিদ্যালয় (JNU) কর্তৃপক্ষ এখনও এ-ব্যাপারে সরকারিভাবে কিছু না বললেও জানা গিয়েছে, একটি উসকানিমূলক পোস্টারকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। ছাত্র সংসদের সভাপতির বক্তব্য, প্রাক্তন ছাত্র উমর খালিদ এবং শারজিল ইমামকে রাবণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল ওই পোস্টারে। গেরুয়া ছাত্র সংগঠনের রাবণ-দহন কর্মসূচির কথা ঘোষণা করে পোস্টারটি বৃহস্পতিবার সকাল থেকেই ঘুরছিল বিভিন্ন হোয়াটস-অ্যাপ গ্রুপে। এতেই তীব্র আপত্তি জানায় অতিবামপন্থীরা। এদিন রাতে ক্যাম্পাসের দুর্গাপ্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা টি-পয়েন্টের কাছে পৌঁছালে তুঙ্গে ওঠে উত্তেজনা। গেরুয়া ছাত্রদের সঙ্গে অতিবামপন্থীদের মারামারি লেগে যায়। চলে জুতো আর ইটবৃষ্টি। পরে অবশ্য দু’পক্ষই চলে যায়।
আরও পড়ুন-পুজোর শহরে হেলমেট ছাড়া বেপরোয়া বাইক, কড়া ব্যবস্থা পুলিশের