মেক্সিকো সিটি: এবার জেন-জির বিক্ষোভ মেক্সিকোতে (Mexico_Gen-Z)। ক্ষমতাসীন বামপন্থীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল জেনারেশন জেড। মুখোশ পরে মেক্সিকো (Mexico_Gen-Z) সিটিতে শনিবার প্রেসিডেন্টের প্রাসাদের সামনে জমায়েত হয় কয়েক হাজার মানুষ। স্বাধীনতার প্রতীক ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেনডেন্স’ স্মারক থেকে কনস্টিটিউশন স্কোয়ার পর্যন্ত মিছিল করেন তাঁরা। দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ক্ষমতাসীন বামপন্থী মোরেনা পার্টির বিরুদ্ধে স্লোগান ওঠে। প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও আচমকাই পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বিক্ষোভকারীদের। ব্ল্যাক-ব্লক বিক্ষোভকারীরা মুখোশ পরে পাথর ছুঁড়তে শুরু করে পুলিশের দিকে। হাতাহাতি শুরু হয়। শেষে কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
আরও পড়ুন-দিল্লি বিস্ফোরণের জের, সতর্ক বাংলা! কড়া নিরাপত্তা বিদ্যাসাগর সেতু সহ স্টেশন চত্বরে

