প্রতিবেদন : বাংলাদেশের ইসকনের (Bangladesh Iskcon) সদস্য চিন্ময়কৃষ্ণ প্রভু-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসকন। সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ চিন্ময় প্রভুকে গ্রেফতার করার পর থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশ (Bangladesh Iskcon)। বিক্ষোভ বাংলাদেশ জুড়ে। মঙ্গলবার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস ঘটনার নিন্দা করে বলেন, আন্দোলন শান্তিপূর্ণভাবেই হচ্ছিল। কিন্তু এই গ্রেফতার কখনও মেনে নেওয়া যায় না। অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলাদেশ একটা পৃথক দেশ। প্রাথমিকভাবে যে ধরনের খবর আসছে তাতে ইসকনের যে ভাবাবেগ তাতে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। আমরা আশা করব প্রতিবেশী রাষ্ট্রে এই ধরনের বিষয়ে ভারসাম্য ও সুরক্ষা থাকবে। আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টাই নজর রাখছে। তাঁর মতে, এই ধরনের খবর এড়িয়ে যাওয়াই বাঞ্ছনীয়। কুণালের অভিযোগ, স্পর্শকাতর বিষয় নিয়েও নোংরা রাজনীতি করছে বিজেপি। কোনও অংশের মানুষের যদি আবেগে আঘাত লাগে তাহলে সে বিষয়টা নিয়ে আমরা নিশ্চিতভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারি, কিন্তু সেটাকে কাজে লাগিয়ে ধর্মের নামে যে রাজনীতি করা, আমরা তার বিরুদ্ধে।
আরও পড়ুন- দুর্নীতির দায়ে সস্ত্রীক গ্রেফতার বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক