যোগীরাজ্যে একাদশ শ্রেণির দলিত পড়ুয়াকে নৃশংস গণধর্ষণ

এরপরেই বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশে প্রতিনিয়ত নারী সুরক্ষা তলানিতে গিয়ে ঠেকছে। সেখানে দলিত হলে তো কথাই নেই।

Must read

ফের একবার প্রশ্নের মুখে যোগীরাজ্যে নারী নিরাপত্তা। লখনউয়ে (Lucknow) ফের নৃশংস গণধর্ষণ। শনিবার বানতারার আমবাগানে একাদশ শ্রেণির এক দলিত পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সূত্রের খবর, শনিবার দুপুরে ১৬ বছরের ওই কিশোরী এক পরিচিতের সঙ্গে বাইকে দিদির বাড়ি যাচ্ছিল। হঠাৎ বানতারা এলাকার এক আমবাগানের কাছে পেট্রল পাম্পের পাশে তারা থামতেই পাঁচজন অজ্ঞাতপরিচয় যুবক তাদের ঘিরে ধরে কিশোরীর সঙ্গীকে মারধর শুরু করে। প্রাণভয়ে তিনি পালিয়ে যান। এরপর ওই কিশোরীকে নির্মম অত্যাচার করে গণধর্ষণ করা হয়।

আরও পড়ুন-আজই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এখানেই শেষ নয়, ওই পাঁচ দুষ্কৃতী কাউকে বললে তাঁকে মেরে ফেলার হুমকি দেয়। কোনওমতে বাড়িতে ফোন করে দিদির স্বামীকে ঘটনার কথা জানালে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। অভিযুক্তদের খোঁজ শুরু হয়। দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রাতের দিকে কয়েকজন অভিযুক্ত হারোনি রেলওয়ে স্টেশনের কাছে লুকিয়ে থাকার খবর এলে পুলিশ সেখানে পৌঁছলে বাইকে থাকা দুই সন্দেহভাজন পালানোর চেষ্টা করে এবং পুলিশের দিকে গুলি চালায়। অভিযুক্ত ললিত কাশ্যপ পাল্টা গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আপাতত নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছে। তদন্ত চলছে। এরপরেই বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশে প্রতিনিয়ত নারী সুরক্ষা তলানিতে গিয়ে ঠেকছে। সেখানে দলিত হলে তো কথাই নেই।

Latest article