প্রতিবেদন : উদ্দেশ্য ভারতীয় চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশ, একইসঙ্গে সমাজের সর্বস্তরে সংস্কৃতিসম্পন্ন মানুষ বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে সংস্কৃতির ধারাকে বইয়ে দেওয়া। তাই এই প্রথম বদ্ধ অডিটোরিয়াম থেকে বেরিয়ে এসে একতারা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স (Classical Music Conference)। আগামী ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এবারের কনফারেন্সে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা-সহ রাজ্যের বাইরে থেকেও প্রায় ৫০ জন শিল্পী অংশগ্রহণ করবেন। এঁদের মধ্যে নবীন-প্রবীণ সকলেই রয়েছেন। এই বছর প্রখ্যাত তবলাবাদক প্রয়াত বীরেন্দ্রকুমার গঙ্গোপাধ্যায়কে বিশেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার।
আরও পড়ুন- শুরু হল সংহতি মিছিলের প্রস্তুতি
কলকাতা তথা শহরতলিতে বিভিন্ন বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের (Classical Music Conference) আয়োজন করা হয়েছে। কলকাতা ও শহরতলির পাশাপাশি সুদূর জেলা মহকুমা এমনকী ব্লক স্তরেও এই কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। বাঁকুড়া, জলপাইগুড়ি জেলায় কর্মশালার আয়োজন করা হয়েছে। চন্দননগরে ২৭-২৮ জানুয়ারি, দুর্গাপুরে ১০-১১ ফেব্রুয়ারি, বাঁকুড়ায় ৩-৪ ফেব্রুয়ারি, শিলিগুড়ি ১১-১২ ফেব্রুয়ারি, ডায়মন্ড হারবারে ১৭-১৮ ফেব্রুয়ারি এবং পশ্চিম মেদিনীপুরে ২৪-২৫ ফেব্রুয়ারি জেলা শাস্ত্রীয় সংগীত সম্মেলন অনুষ্ঠিত হবে। লোকায়ত শিল্পচর্চা, বিভিন্ন আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি, সাহিত্য ও সঙ্গীতের চর্চা হবে এই সম্মেলনে।
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে সারাবছরই রাজ্য সংগীত একাডেমি শাস্ত্রীয় সংগীতের প্রচার ও প্রসারের জন্য এবং নবীন প্রজন্ম যাতে এই সংগীত চর্চায় আরও বেশি করে উৎসাহ পায় সেই জন্য নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছে। ২০২২ সাল থেকে শাস্ত্রীয় সংগীত চর্চায় যুব প্রজন্মকে উৎসাহিত করার জন্য শাস্ত্রীয় সংগীত সম্মেলনের আয়োজন করা হচ্ছে।