রাশিদ খানের (Rashid Khan) মৃত্যুর খবর ফিকে হওয়ার আগেই ফের বিনোদন জগতে দুঃসংবাদ। প্রয়াত প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী ডাঃ প্রভা আত্রে (Dr. Prabha Atre)। আজ, ১৩ই জানুয়ারী ২০২৪ , শনিবার ৯২ বছর বয়সে পুনেতে তাঁর বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শিল্পী। জানা গিয়েছে, ডাঃ প্রভা আত্রে তাঁর বাড়িতে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দ্রুত কোথরুদ এলাকার একটি দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই হাসপাতালের তরফে সকাল ৫.৩০টায় তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ডাঃ প্রভা আত্রের পরিবারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সদস্য বিদেশে বসবাস করেন। তাঁরা পৌঁছলে শেষকৃত্য সম্পন্ন করা হবে। আগামী মঙ্গলবার, ১৬ জানুয়ারী শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন-‘অমিত মালব্য এখন নীরব কেন?’ বিজেপিকে নিশানা শশী পাঁজার
ডাঃ প্রভা আত্রে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিরানা ঘরানায় নজির সৃষ্টি করেছিলেন। তিনি ভারত সরকারের তরফে তিনটি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। আজই অর্থাৎ শনিবার তাঁর মুম্বইতে অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু তার আগেই মারা যান তিনি। কিরানা ঘরানার সুরেশবাবু মানে এবং হীরাবাই বদোদেকরের কাছে ডাঃ প্রভা আত্রে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন। সঙ্গীতের জগতে বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’-এর মতো বেশ কয়েকটি পুরস্কারে ভূষিত করেছে। সঙ্গীতের ওপর তিনি অনেক বইও লিখেছেন।