প্রতিবেদন : হেড কোচ ছাড়াই শনিবার থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করল ইস্টবেঙ্গল। কিন্তু ক্রিসমাস ও বর্ষবরণের লম্বা ছুটি কাটিয়ে সব ফুটবলার প্রথমদিন লাল-হলুদের অনুশীলনে যোগ দিতে পারেননি। কোচ কার্লেস কুয়াদ্রাত এবং তিন স্প্যানিশ ফুটবলার পারদো, সাউল ক্রেসপো ও জেভিয়ার সিভেরিও বিমান বিভ্রাটে মাদ্রিদ থেকে শনিবার ঠিক সময়ে শহরে পৌঁছতে পারেননি। তাঁদের ছাড়াই দল সুপার কাপের প্রস্তুতি শুরু করে।
আরও পড়ুন-রাজ্যের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে সাগরদিঘি, ২৫০০ কোটি টাকায় ৫ম ইউনিট
কুয়াদ্রাতের দুই সহকারী ডিমাস ডেলগাডো এবং বিনো জর্জ এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে ফুটবলারদের অনুশীলন করান। বিদেশিদের মধ্যে অনুশীলনে উপস্থিত ছিলেন ক্লেটন সিলভা, বোরহা হেরেরা ও হিজাজি মাহের। রবিবার সকালে কোচ কুয়াদ্রাত-সহ বাকি তিন স্প্যানিশ ফুটবলারের অনুশীলনে যোগ দেওয়ার কথা। এরপর বিকেলেই ভুবনেশ্বর রওনা হবে ইস্টবেঙ্গল। এদিন অনুশীলনের পর মাঠ ছাড়ার সময় নন্দকুমার বলে গেলেন, সুপার কাপে ভাল ফল করে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান। হিজাজি
জানালেন, ইস্টবেঙ্গল কোনও দলকেই ভয় পায় না। ডার্বি জিতে সমর্থকদের নতুন বছরের উপহার দিতে চান তাঁরা।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই এগোবে দেশ কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা ব্রাত্য-চন্দ্রিমার
অন্যদিকে, সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে মোহনবাগানে জোরকদমে চলছে সুপার কাপের প্রস্তুতি। নতুন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস ফোনেই নানা পরামর্শ দিচ্ছেন ক্লিফোর্ডকে। সেভাবেই চলছে প্রস্তুতি। সোমবার দুপুরের বিমানে মোহনবাগানের ভুবনেশ্বর রওনা হওয়ার কথা। মঙ্গলবার সুপার কাপে প্রথম ম্যাচ দিমিত্রি পেত্রাতোসদের। সোমবারের আগে সম্ভবত কলকাতায় আসার ভিসা পাবেন না হাবাস। তাই প্রথম ম্যাচে তিনি সম্ভবত বেঞ্চে থাকবেন না। রবিবার মোহনবাগান অনুশীলনে যোগ দেওয়ার কথা আনোয়ার আলির।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…