ধস পরিষ্কার করে হচ্ছে রাস্তা সারানোর কাজ

সেলফিদাড়া থেকে জাতীয় সড়কের জন্য চলছে পাহাড় কাটাইয়ের কাজ। যাতে পাহাড় কেটে রাস্তা তৈরি করে পুনরায় জাতীয় সড়ক ধরে যোগাযোগ স্থাপন করা যায়।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : পরপর ধসের কারণে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। পাহাড়-সমতলের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। প্রশাসনের উদ্যোগে ধস পরিষ্কার করে পাহাড়ি রাস্তায় চলছে কাজ। সমতল শিলিগুড়ি থেকে বিকল্প ঘুরপথে রোহিণী কার্শিয়াং হয়ে কিংবা মিরিক হয়ে দার্জিলিংয়ে যান চলাচল জারি রয়েছে। প্রায় ৪০ কিমি রাস্তা ক্ষতিগ্রস্ত। যার জেরে জাতীয় সড়ক ৫৫ সম্পূর্ণরূপে বন্ধ। এই রাস্তা ধরে যাতায়াতকারী হেরিটেজ টয়ট্রেন আগামী ১১ জুলাই পর্যন্ত নিউজলপাইগুড়ি ও দার্জিলিংয়ের মাঝের পরিষেবা বাতিল করা হয়েছে রেলের তরফে। কার্শিয়াং ও দার্জিলিংয়ের মাঝে টয়ট্রেন পরিষেবা চালু রয়েছে।

আরও পড়ুন-অতিবৃষ্টিতে জলদাপাড়া জাতীয় উদ্যান ২ নদীর জলে প্লাবিত নামল বোট

একইসঙ্গে দার্জিলিংয়ের বিভিন্ন অংশে ধসের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে বেশকিছু বাড়ি-ঘর। কালিম্পং জেলার সেতিঝোরা থেকে ছিত্রে পর্যন্ত জাতীয় সড়ক রুদ্ররূপী তিস্তার গ্রাসে। সেলফিদাড়া থেকে জাতীয় সড়কের জন্য চলছে পাহাড় কাটাইয়ের কাজ। যাতে পাহাড় কেটে রাস্তা তৈরি করে পুনরায় জাতীয় সড়ক ধরে যোগাযোগ স্থাপন করা যায়। কার্শিয়াংয়ে বর্ষার মরশুমে নতুন করে নির্মাণকাজে হাত না দেওয়ার ঘোষণা কার্শিয়াং পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের। সেতিঝোরা থেকে ছিত্রে ১৯ মাইল জাতীয় সড়কের ধসে টানা ১৫ দিন ধরে শিলিগুড়ি তথা সমতল থেকে সরাসরি পাহাড়ে যোগাযোগকারী একমাত্র রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কালিম্পং জেলার রাবিঝোরা থেকে তিস্তাবাজার সম্পূর্ণ রুদ্ররূপী তিস্তার গ্রাসে।

Latest article