ক্লেটনেক আটকােনার দািয়ত্ব সাভেকার।
প্রতিবেদন : টানা সাত-সাতটি ডার্বি (Derby) জিতেও আত্মতুষ্ট নয় মোহনবাগান। বরং প্লে-অফ নিশ্চিত করেও লিগ টেবলে প্রথম তিনে থেকে ঘরের মাঠে নক আউট পর্বের ম্যাচ খেলতে চায় সবুজ-মেরুন। তার জন্য শনিবার যুবভারতীতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (East Bengal) হারাতেই হবে জুয়ান ফেরান্দোর দলকে। সেই লক্ষ্যেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে মেরিনার্সরা।
যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে রণনীতি তৈরিতে ব্যস্ত মোহনবাগানের (ATK Mohun Bagan) স্প্যানিশ কোচ। সেট পিস থেকে পজেশনাল ফুটবল, গোলের মুখ খোলার রাস্তা তৈরি বা মাঝমাঠের সঙ্গে রক্ষণভাগের বোঝাপড়া বাড়ানোর প্রস্তুতি চলছে। সবুজ-মেরুন ডিফেন্ডারদের ভাবনায় রয়েছেন ইস্টবেঙ্গল আক্রমণভাগের সেরা অস্ত্র ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা (Cleiton Silva)। তাঁর সঙ্গে বাঁ-দিক থেকে নাওরেম মহেশ সিংয়ের যোগসূত্র কেটে দিতে চান বাগান কোচ জুয়ান। ক্লেটনকে সাধারণত বলের জোগান দেন মহেশ। প্রীতম কোটাল, আশিস রাইদের ব্যবহার করে মহেশকে আটকে দেওয়ার রণনীতিও নিচ্ছেন মোহনবাগান কোচ।
আরও পড়ুন: ২০২৩ মহিলা টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনাল থেকেই বিদায় নিল ভারত
ব্রেন্ডন হ্যামিল কার্ড সমস্যার জন্য ডার্বি খেলতে পারবেন না। তাঁর জায়গায় শুরু থেকে সম্ভবত খেলবেন সার্বিয়ান সেন্টার ব্যাক স্লাভকো দামজানোভিচ। বলেছেন, ‘‘ইস্টবেঙ্গলের সব থেকে শক্তিশালী দিক হল ওদের আক্রমণভাগ। ক্লেটন (Cleiton Silva) খুব ভাল স্ট্রাইকার। সুযোগসন্ধানী এবং গোলটা চেনে। ১২টা গোল করেছে এবার। কিন্তু ক্লেটনের বিরুদ্ধে আমি আইএসএলে দু’বার খেলেছি। ও তখন অন্য ক্লাবে খেলত। একবারও আমাকে টপকে গোল করতে পারেনি। ওর খেলার ধরনটা আমি জানি। এবারও আমি ওকে গোল করতে দেব না।’’
ডার্বিতে গোলের জন্য মোহনবাগান তাকিয়ে থাকবে দিমিত্রি পেত্রাতোসের দিকে। অস্ট্রেলীয় বিশ্বকাপার বললেন, ‘‘ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। ওদের আক্রমণভাগ এবং উইং প্লে যথেষ্ট শক্তিশালী। লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে এসে আমাদের বিরুদ্ধে খেলবে। ওদের ছোট করে দেখার কোনও প্রশ্নই নেই। আমরা অবশ্য নিজেদের খেলা নিয়েই বেশি ভাবছি। আমার গোল করার থেকে দলের জয়টাই আসল।’’
এখনও সবুজ-মেরুন জার্সি গায়ে কোনও ডার্বি হারেননি বাঙালি ডিফেন্ডার শুভাশিস বোস। বলেছেন, ‘‘আমি ডার্বিতে অপরাজেয় রেকর্ড অক্ষত রাখতে চাই।’’
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…