বাল্যবিবাহ রুখতে পথে মৌলবি-পুরোহিত

এদিন নাবালিকা বিয়ে রুখতে একযোগে পথে নামেন পুরোহিত, মৌলবিরা। সঙ্গে স্থানীয় হিজলনা পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডলও।

Must read

সংবাদদাতা, বর্ধমান : সপ্তম শ্রেণিতে পড়া এক ছাত্রীর বিয়ে হচ্ছে খবর পেয়ে শিক্ষকেরা তার বাড়িতে হাজির হন। ছাত্রীর বাবা ও মা মুচলেকা দিয়ে জানিয়েছিলেন, আপাতত বিয়ে দেবেন না, স্কুলে পাঠাবেন। কিন্তু দেখা যায়, লুকিয়ে ওই ছাত্রীর বিয়ে দেওয়া হয়েছে।
কয়েক দিন আগে নবম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়ে গিয়েছে খবর পেয়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা গেলে ছাত্রীর মা বলেন, মেয়ে নিজেই লুকিয়ে বিয়ে করে নিয়েছে। আমরা কী করব!

আরও পড়ুন-সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি, জঙ্গলমহলে পদযাত্রা

রায়নার মাছখাণ্ডা হাইস্কুল নাবালিকা বিয়ে নিয়ে চিন্তিত। স্কুল কর্তৃপক্ষের দাবি, ভর্তি হওয়ার পরে সপ্তম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের একাংশের স্কুলে আসার ক্ষেত্রে বড় অনীহা। গত ছ’মাসে ২০ দিনও স্কুলে আসেনি, এ রকম প্রায় ২০০ জন ছাত্রছাত্রীকে তাঁরা চিহ্নিত করেন। পাঁচটি দলে ভাগ হয়ে জুনের শেষ সপ্তাহে ওই সব ছাত্রছাত্রীর বাড়ি গিয়ে দেখেন, অনেকের বিয়ে হয়ে গিয়েছে বা বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিচালন সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, নাবালিকা বিয়ের প্রবণতা আটকাতে গেলে অভিভাবকদের সচেতন করতে হবে। সেটা শুধুমাত্র স্কুলের পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুন-অবাক স্টেইন, দল নিয়ে প্রশ্ন সৌরভের

এদিন নাবালিকা বিয়ে রুখতে একযোগে পথে নামেন পুরোহিত, মৌলবিরা। সঙ্গে স্থানীয় হিজলনা পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডলও। প্রধানের আক্ষেপ, বিয়ে আটকানো হচ্ছে, তারপর কোনও না কোনওভাবে লুকিয়ে বিয়ে দিচ্ছে। অভিভাবকদের বুঝতে হবে, বিয়ে দিয়ে মেয়েটির বিপদ ডেকে আনা হচ্ছে। মৌলবি নাসিরুদ্দিন মণ্ডল, পুরোহিত বাবলু চক্রবর্তীরা বলেন, আমরাও কম বয়সের বিয়েতে আর হাজির হব না বলে ঠিক করেছি। খবর এলে পুলিশকে জানানোর প্রতিজ্ঞা নিয়েছি।

Latest article