সংবাদদাতা, আলিপুরদুয়ার: রাজ্যের তৃণমূল (Trinamool) সরকার ক্ষমতায় আসবার পর থেকে খুলে যাচ্ছে একের পর এক বন্ধ চা-বাগান। সেই তালিকায় সংযুক্ত হতে চলেছে আরও একটি নাম, কালচিনি ব্লকের মহুয়া চা-বাগান। বাম আমলে বন্ধ হওয়া বা বোনাস বিবাদে বন্ধ হওয়া প্রায় সব বাগানই খুলে যাচ্ছে একে একে। আর এই বাগান খোলার পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করছে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব। তারা শ্রমিকদের স্বার্থে সরকার ও মালিক উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে বাগান খোলার বৈঠকের ব্যবস্থা করছে। এবং এই ধরনের বেশিরভাগ বৈঠকই সফল হয়েছে।
আরও পড়ুন-টেমসের পাড়ে সঙ্গী ডোনা বাড়ি চেনালেন ‘দিদি’কে
মহুয়া চা-বাগান প্রায় আটমাস পর খুলতে চলেছে। শ্রমিকদের বকেয়া বোনাস ও মজুরি দিয়েই বাগানের কাজ চালু হবে বলে জানিয়েছে মালিক পক্ষ। এই প্রসঙ্গে তৃণমূল চা-বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বাঁড়া ওরাওঁ জানান, খুশির খবর। আগামী ৪ এপ্রিল মহুয়া বাগান খুলে যাচ্ছে। শ্রমিকরা আবার তাঁদের কাজ ফিরে পাচ্ছেন। আমরা তাঁদের
সঙ্গে আছি।