মাধ্যমিকের জন্য বন্ধ মাইক, আজ থেকে ঘেরাও কর্মসূচিতে নামছে আইএনটিটিইউসি

চা-শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ফের আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : চা-শ্রমিকদের (tea worker) ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ফের আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। পিএফ-সহ চা-শ্রমিকদের অন্যান্য সমস্যা সমাধানের দাবিতে ১ মার্চ থেকে ফের একবার সপ্তাহব্যাপী উত্তরের চা-বলয়ের বিজেপি সাংসদ ও বিধায়কদের বাড়ির সামনে ধর্নায় বসতে চলেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। আগামী ১ মার্চ থেকে ৬ মার্চ এই ৬ দিন তৃণমূলের এই কর্মসূচি চলবে। তবে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে ধরনা হবে মৌন ভাবে।

আরও পড়ুন-ওষুধের সংকট, বাড়ছে মৃত্যুর সংখ্যা

এই ধরনামঞ্চে বাজবে না কোনও মাইক, লোক সমাগমও নিয়ন্ত্রণ করা হবে। এর আগে নতুন বছরের শুরুতেই, গত ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি, দশ দিন বিজেপি সাংসদ ও বিধায়দের বাড়ির সামনে ধরনা কর্মসূচি পালন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। এই বিষয়ে তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও জানান, চা-বাগানের শ্রমিকদের পিএফ একটা বড় সমস্যা। শ্রমিকদের আধারকার্ড সমস্যার সমাধানেও কেন্দ্রের অসহযোগিতা অব্যাহত। জেলা আইএনটিটিইউসির সভাপতি বিনোদ মিনজ বলেন, চা-শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে আমরা আন্দোলন জারি রাখব। তবে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে প্রতিবাদ সভায় বাজবে না কোনও মাইক।

Latest article