প্রতিবেদন: শনিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম (Sealdah Platform)। ৪টি দূরপাল্লার ট্রেন এই সময়ে শিয়ালদার (Sealdah Platform) পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস এবং আসানসোল এক্সপ্রেস শিয়ালদার পরিবর্তে ছাড়বে কলকাতা স্টেশন থেকে। তবে সময় থাকবে অপরিবর্তিত। এই চারটি এক্সপ্রেস যে সময়ে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ত সেই একই সময়ে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। বেশ কিছু লোকাল ট্রেন দমদম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে, আবার ওই ট্রেনগুলি দমদম থেকেই ছাড়বে। শিয়ালদহের প্রতিটি প্ল্যাটফর্মে আগামী মাস থেকে ১২ কামরার ট্রেন চলাচল করবে। তাই তার আগে প্ল্যাটফর্মকে সেরকমভাবে উপযুক্ত করে তোলা হচ্ছে। সেই কাজের জন্যই বন্ধ থাকবে শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। এদিকে রেল পরিষেবা ব্যাহত হওয়ার কারণে রাজ্যকে অতিরিক্ত বাস চালানোর জন্য আর্জি জানিয়েছে রেল।