বন্ধ পর্যটন, ব্যবসায়ীদের পাশে সরকার

ফের করোনার থাবা। যার জেরে থমকে গিয়েছে চাঙ্গা হওয়া পর্যটনশিল্প। পাহাড় থেকে সমতল সরকারি নির্দেশিকা মেনে পর্যটকদের ফেরত পাঠানো হয়েছে।

Must read

ব্যুরো রিপোর্ট : ফের করোনার থাবা। যার জেরে থমকে গিয়েছে চাঙ্গা হওয়া পর্যটনশিল্প। পাহাড় থেকে সমতল সরকারি নির্দেশিকা মেনে পর্যটকদের ফেরত পাঠানো হয়েছে। তবে পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের কথা মাথায় রেখেছে সরকার। এই কাজে যুক্ত প্রান্তিক মানুষদের সরকারের তরফ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে দুয়ারে রেশন এবং অন্যান্য পরিষেবা।

আরও পড়ুন-রসাখোয়ার বাউল উৎসব স্থগিত হল

সক্রিয় ভূমিকা নিয়েছে তৃণমূল কংগ্রেসও। কোভিডের দুটো ঢেউ কাটিয়ে মাথা তুলে দাঁড়ানোর যখন চেষ্টা শুরু করছিল পর্যটনশিল্প, ঠিক তখনই বাধা হয়ে দাঁড়াল করোনার তৃতীয় ঢেউ। করোনার কারণে সরকারি নির্দেশিকা মেনে বন্ধ করে দেওয়া হয়েছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক, ডুয়ার্স পর্যটন কেন্দ্র, দার্জিলিং চিড়িয়াখানা। পাশাপাশি কোচবিহারের বিভিন্ন দর্শনীয় স্থান রাজবাড়ি, মদনমোহন মন্দির, বাণেশ্বর শিবমন্দির, গোসানিমারি রাজপাট ইত্যাদি বন্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুন-কোভিড সামলাতে তৈরি মালদহ প্রশাসন

সংক্রমণ রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে মালদহের আদিনা মসজিদ, ডিয়ার ফরেস্ট ও ইকো পার্কও। পাহাড় থেকে সমতলে যাওয়া পর্যটকেরা তাই ট্যুর শিডিউল কাটছাঁট করে ফিরে এসেছেন। প্রত্যেকের চোখে-মুখেই আতঙ্কের ছাপ। একে ঘোরাটা অর্ধসমাপ্ত, তার উপর কোভিড আতঙ্ক। ছুটির আনন্দটাই ওঁদের মাটি হয়ে গেল। কিন্তু সাবধানতার কথা ভেবে, সবাই হাসিমুখেই ফিরছেন।

Latest article