ফের মেঘভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত থারালি, নিখোঁজ অন্তত ৩

Must read

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের চামোলি জেলা। মধ্যরাতে মেঘভাঙা (Uttarakhand Cloudburst) বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে ব্যাপক ধ্বংস লীলা চলল। ঘটনার পর অন্তত ৩ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে।

চামোলিতে সম্প্রতি বেশ কয়েকবার হড়পা বান আসার ঘটনা ঘটল। তবে শুক্রবার মধ্যরাতে আচমকা মেঘ ভাঙা বৃষ্টির (Uttarakhand Cloudburst) জেরে বান আসায় পালানোর সুযোগ পাননি একাধিক গ্রামের মানুষ। সাগওয়ারা গ্রামে ধ্বংসস্তূপের নিচে এক নাবালিকার চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- আলাদিনকে আটকেই ট্রফি হাতে চান কিবু

মধ্যরাতে পাহাড়ের গা বেয়ে বড় বড় পাথর ও কাদামাটি নেমে এসে অবরুদ্ধ করে দেয় একাধিক গ্রামকে। স্থানীয় মহকুমা শাসকের বাংলোর একতলা ও গাড়ি কাদামাটিতে চাপা পড়ে যায়। গোটা এলাকা জুড়ে একের পর এক ছোট বড় গাড়িও কাদামাটিতে চাপা পড়ে যায়। রাত থেকেই সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।

Latest article