কুণাল ঘোষ, সফরসঙ্গী: রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা নাগাদ লন্ডন পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে সচল হিথরো বিমান বন্দরে যখন তিনি নামেন, তখন লন্ডন ধরা দেয় তার চিরাচরিত বৃষ্টি ভেজা চেহারায়। প্রবল ঠাণ্ডাতেই প্রায় ১২ ঘণ্টা দেরিতে সেখানে পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-১১ বছর বয়সী ছেলেকে গলা কেটে খুন করার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
শনিবার সন্ধ্যায় কলকাতা বিমান বন্দর থেকে রওনা দেওয়ার পরে দুবাই হয়ে লন্ডন পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। হিথরো বিমান বন্দর স্থানীয় সময় শনিবার সকাল থেকে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত থাকায় পিছিয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রীর সফর। অবশেষে ১২ ঘণ্টার দেরিতে লন্ডন পৌঁছান তিনি। বর্তমানে হিথরো বিমান বন্দরের পরিস্থিতি স্বাভাবিক।
আরও পড়ুন-বিরাট ব্যাটে ইডেন জয় আরসিবির
তবে বিমান বন্দরের বাইরে লন্ডনের চিরাচরিত ঠান্ডা আর স্যাঁতস্যাতে ছবি। আকাশ ছিল মেঘলা। বৃষ্টিও চলছিল বাইরে। তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।