স্থায়ী স্পনসর চেয়ে চিঠি দিল ক্লাবজোট

Must read

প্রতিবেদন : সুপ্রিম কোর্টের নির্দেশে ২০২৫-’২৬ মরশুমের আইএসএলের (ISL) স্পনসরের জন্য টেন্ডার ডাকার তোড়জোড় শুরু করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। পাশাপাশি সুপার কাপের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলোকে। এই পরিস্থিতিতে, সোমবার ফেডারেশনকে পাল্টা চিঠি দিল আইএসএলের ১০টি ক্লাবের জোট। তাদের দাবি, আইএসএলের জন্য আর্থিকভাবে শক্তিশালী স্থায়ী স্পনসর খোঁজা হোক।

বেঙ্গালুরু, চেন্নাই, পাঞ্জাব, গোয়া, হায়দরাবাদ, কেরালা, নর্থইস্ট, ওড়িশা, মুম্বই এবং জামশেদপুর ক্লাবের পক্ষ থেকে মিলিতভাবে লেখা চিঠিতে জানানো হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফেডারেশন যেভাবে আইএসএলের বাণিজ্যিক স্বত্বের টেন্ডারের জন্য তৎপরতা দেখিয়েছে, তা প্রশংসার যোগ্য। আমরা আশাবাদী, ফেডারেশন দীর্ঘমেয়াদি স্পনসর খুঁজে পাবে। তাতে ক্লাবগুলি নিজেদের পরিকল্পনা বজায় রাখতে পারবে। নিজেদের স্পনসর ধরে রাখতে পারবে। সবথেকে বড় কথা, যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটাও কাটবে।
প্রসঙ্গত, সোমবারই ফেডারেশন সব ক’টি আইএসএল ক্লাবকে চিঠি দিয়ে জানিয়েছিল, ১১ সেপ্টেম্বরের মধ্যে সব দলকে সুপার কাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। তার পরেই টুর্নামেন্টেক ভেনু এবং সূচি জানিয়ে দেওয়া হবে। এই চিঠি পেয়েই পাল্টা চিঠি দিয়েছে ক্লাবজোট। তাদের স্পষ্ট দাবি, আইএসএলের জন্য আর্থিকভাবে শক্তিশালী এবং দীর্ঘমেয়াদি স্পনসরের। যাতে ভারতীয় ফুটবলের উন্নতি একটি দক্ষ এবং বিশ্বাসযোগ্য সংস্থার হাতে থাকে।

আরও পড়ুন-নির্বিঘ্নে হল উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টারের পরীক্ষা

Latest article