ক্লাব বিশ্বকাপ ট্রফি ওভাল অফিসে থাকবে, দাবি ট্রাম্পের

ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। কিন্তু আসল ট্রফি প্রিমিয়ার লিগের ক্লাবটিকে দেওয়া হয়নি। বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি পেয়েছে চেলসি।

Must read

নিউ জার্সি, ১৫ জুলাই : ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। কিন্তু আসল ট্রফি প্রিমিয়ার লিগের ক্লাবটিকে দেওয়া হয়নি। বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি পেয়েছে চেলসি। আসল ট্রফিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে রয়েছে। ট্রাম্পের দাবি, ফিফা তাঁকে জানিয়েছে, রেপ্লিকা ট্রফি দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন দলকে। আসল ট্রফি পাকাপাকিভাবে মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসেই থাকবে।

আরও পড়ুন-অযথা মামলা মুলতুবিতে ‘না’, সুপ্রিম-নির্দেশ

নিউ জার্সিতে গত রবিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি-কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি। ট্রাম্প জানিয়েছেন, ফিফার পক্ষ থেকে ক্লাব বিশ্বকাপের আসল ট্রফির রেপ্লিকা দেওয়া হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটিকে। গত মার্চে প্রেসিডেন্টের ওভাল অফিসে ক্লাব বিশ্বকাপ ট্রফির উন্মোচন করেন ট্রাম্প। এরপর থেকেই ট্রফিটি সেখানেই রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। ফাইনালের দিন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেলকে ট্রাম্প বলেছেন, ফিফার কাছে জানতে চাইলাম, তোমরা ট্রফিটা কখন নেবে? তারা বলেছে আমরা আর ট্রফিটা নেব না। ওভাল অফিসে আপনি এটা স্থায়ীভাবে রাখতে পারেন। আমরা নতুন একটি তৈরি করছি। ফিফা সত্যিই নতুন ট্রফি বানিয়েছে। আগেরটা ওভাল অফিসেই রয়েছে।
নিয়মানুযায়ী, ফিফা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে কিছুক্ষণের জন্য আসল ট্রফিই দেওয়া হয়। পরে রেপ্লিকা দেওয়া হয় স্থায়ীভাবে। কিন্তু এক্ষেত্রে কেন ব্যতিক্রম হল, তা নিয়ে ফিফার কোনও বিবৃতি আসেনি। এদিকে, ট্রফি নিয়ে চেলসির বিজয়োৎসবের সময় মার্কিন প্রেসিডেন্ট মঞ্চ না ছাড়ায় অনেকে প্রশ্ন তুলেছেন। যদিও এটা নিয়ে বিতর্ক বাড়েনি।

Latest article