প্রতিবেদন : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গড়া তিন সদস্যের কমিটির সঙ্গে ক্লাবগুলির প্রতিনিধিদের প্রথম বৈঠকে সমাধান খোঁজার চেষ্টা হলেও এখনও সেই তিমিরেই আইএসএলের ভবিষ্যৎ। বুধবার দিল্লিতে ক্লাবদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শুধু লিগের দু’ধরনের ফরম্যাটের প্রস্তাব দিলেন ফেডারেশনের গড়া কমিটির সদস্যরা। সেখানে বলা হল না, কীভাবে আইএসএল চালানোর জন্য টাকা আসবে? লিগের কোনও বাজেট নেই। সম্প্রচার, মিডিয়া বা বাণিজ্যিক রোডম্যাপ কী? সেন্ট্রাল রেভিনিউ কী হবে? তার কোনও দিশা নেই।
আরও পড়ুন-অর্জুন পুরস্কার পাচ্ছেন মেহুলি, সুতীর্থা ও প্রণতি
বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেডের প্রতিনিধি। মুম্বই সিটি-সহ আরও তিন ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন এআইএফএফ দফতরে। কমিটির অন্যতম সদস্য আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং গোয়া ফুটবল সংস্থার সভাপতি কাইতান ফার্নান্ডেজ ক্লাবগুলিকে বলেন, আমাদের সবার আগে ফুটবলটা শুরু করতে হবে। তার জন্য সবাই একসঙ্গে সমস্যা মিটানোর উদ্যোগ নিতে হবে। তারজন্য স্বল্প এবং দীর্ঘস্থায়ী দু’ধরনের সমাধানসূত্র দরকার। না হলে দেশে ফুটবলটাই বন্ধ হয়ে যাবে। ক্লাবগুলির তরফে বলা হয়, তারা দীর্ঘস্থায়ী সমাধান চায়। পাল্টা আইএফএ সচিব বলেন, বিকল্প উপায় না থাকলে প্রয়োজনে স্বল্পমেয়াদে লিগ করা যেতে পারে। দুটো প্রস্তাব রয়েছে। এক, দুটো ভেনুতে ডাবল লেগ। যেখানে ১৪টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে বাংলা ও গোয়ায় খেলবে। দুই, হোম-অ্যাওয়ে হলে সিঙ্গল লেগ।
এই পরিকল্পনায় ফুটবলটা বাঁচবে। মোহনবাগানের তরফে সিইও বিনয় চোপড়া বলেন, লিগ আয়োজনের টাকা কীভাবে আসবে? ক্লাবগুলির আয় কী হবে? ফেডারেশনের কমিটি বলে, লিগ আয়োজনের খরচ ক্লাবদেরই বহন করতে হবে। লাভের অংশ ক্লাবেরাই পাবে। কিন্তু ম্যাচের সম্প্রচার কে করবে? ব্র্যান্ডিং, অপারেশন কী হবে? কমিটির জবাব, লিগ শুরুর দিনক্ষণ চূড়ান্ত না হলে সম্প্রচার নিয়ে কথাবার্তা এগোনো সম্ভব হবে না। ফেডারেশনের প্রস্তাবে একেবারেই খুশি নন ক্লাব কর্তারা। তবু ক্লাবেরা জানায়, নিজেদের মধ্যে আলোচনা করে ২৬ ডিসেম্বর ফের কমিটির সঙ্গে আলোচনায় বসবে তারা।

