প্রতিবেদন : এবার থেকে ক্লাস্টার কনসেপ্টে ক্লাস পড়ানোর ভাবনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। এর ফলে স্কুলগুলিতে শিক্ষকের অভাব মিটবে, অন্যদিকে বিভিন্ন বিষয়ে সব স্কুলের পঠন-পাঠনের ব্যবস্থাও করা যাবে। নতুন শিক্ষাবর্ষ থেকেই এই পরিকল্পনা শুরু করার ইচ্ছে রয়েছে সংসদের। এই ক্লাস্টার কনসেপ্টের বিষয়ে জানাতে গিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, উচ্চমাধ্যমিক স্তরে এত বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যেখানে দেখা যায় প্রত্যেক স্কুলেই কোনও না কোনও বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে। যদি দেখা যায়, একটি স্কুলে কোনও একটি বিষয়ের শিক্ষক রয়েছেন কিন্তু পাশের স্কুলে সেই বিষয়টিতে শিক্ষক নেই সেক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের সেই শিক্ষককে পাশের স্কুলে নিয়ে গিয়ে বা পাশের স্কুলের ওই বিষয়ের পড়ুয়াদের সেই স্কুলে নিয়ে এসে পড়ানো হবে। প্রয়োজনে কলেজের অধ্যাপকরা এসেও সংশ্লিষ্ট বিষয়ে পড়াতে পারেন।
আরও পড়ুন-অর্থনীতি তলানিতে, পাকিস্তানে দুধের দাম আকাশছোঁয়া
এই পুরো ভাবনাটিকেই বলা হচ্ছে ক্লাস্টার কনসেপ্ট। এদিকে চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি ও সাইন্স অ্যান্ড ওয়েল বিয়িং বলে তিনটি নতুন বিষয় নিয়ে আসা হচ্ছে। এই বিষয়গুলোর জন্যই অনলাইনে প্রশিক্ষণ দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে নতুন শিক্ষক নিয়োগ করে নয়, বরং এই নতুন বিষয়ের সঙ্গে মিল রয়েছে এমন সম্ভাব্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…