বাজি ব্যবসায়ীদের ক্লাস্টার

এর পাশাপাশি বাজি ব্যবসায়ীরা যাতে সহজ শর্তে ঋণ পায় সেজন্য সরকার ব্যাঙ্কের সঙ্গে কথা বলবে বলে বলে তিনি জানান

Must read

প্রতিবেদন : রাজ্যে সবুজ বাজির উত্পাদন বাড়াতে উদ্যোগী হচ্ছে রাজ্য। এই কাজ সহজতর করতে ক্ষুদ্র বাজি ব্যবসায়ীদের এক ছাতার তলায় আনতে ক্লাস্টার তৈরির পরিকল্পনা করেছে রাজ্যের পরিবেশ করা হচ্ছে। এজন্য ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্প দফতরের সঙ্গে পরিবেশ দফতর আলোচনায় বসবে বলে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া জানিয়েছেন। এর পাশাপাশি বাজি ব্যবসায়ীরা যাতে সহজ শর্তে ঋণ পায় সেজন্য সরকার ব্যাঙ্কের সঙ্গে কথা বলবে বলে বলে তিনি জানান।

আরও পড়ুন-ন্যাক-স্বীকৃতি বেলুড় কলেজ এ ট্রিপল প্লাস

সোমবার পরিবেশ ভবনে মানসবাবু বাজি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বসেন। বৈঠকে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা নিরি এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন বা পেসো-র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পরে সাংবাদিক বৈঠকে মানসবাবু জানান, পরিবেশবান্ধব সবুজ বাজি তৈরির জন্য দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় নিরির বিজ্ঞানীরা কারিগরদের প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আজকের বৈঠকে ব্যবসায়ীরা বাজি তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন লাইসেন্স পাওয়ার ব্যাপারে বিশেষ করে দমকল থেকে ফায়ার লাইসেন্স পাওয়ার ব্যাপারে অসুবিধার কথা জানান। এ ব্যাপারে তিনি দমকলের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন।

Latest article