সংবাদদাতা, ডায়মন্ড হারবার : বৃহস্পতিবার রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও পরিষেবাদানের মধ্যে ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলাও। এই জেলার মূল অনুষ্ঠানটি হয় বিষ্ণুপুর ১ ব্লকের দৌলতপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, জেলাশাসক সুমিত গুপ্তা, আলিপুর সদর ব্লকের বিডিও প্রমুখ।
আরও পড়ুন-ভূতশহরে সংকটতারিণী পুজো ও মেলায় মানুষের ঢল
এই মঞ্চ থেকে জেলাশাসক সাধারণ মানুষ ও স্কুলপড়ুয়াদের হাতে বেশ কিছু পরিষেবা তুলে দেন। জেলার উল্লেখযোগ্য প্রকল্পর মধ্যে গোসাবা ও কাকদ্বীপে হেলিপ্যাডের উদ্বোধন করা হয়। এছাড়া ঘোড়ামারা দ্বীপের মিলন বিদ্যাপীঠের বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়। সূচনা হয় নামখানা ও ক্যানিং ব্লকে সড়ক নির্মাণ এবং কাকদ্বীপ স্টেডিয়ামের। বকখালি বালুতটে ট্যুরিস্ট লজে বিশ্ব বাংলা কিয়স্ক নির্মাণ ছাড়া জেলা সৃষ্টিশ্রী সেন্টারের উদ্বোধন হয়। জেলার মূল অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন মহকুমা ও ব্লক স্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।