বিজেপির আমলে কৃষক আন্দোলন ও পুলওয়ামা হামলা নিয়ে অপ্রিয় সত্য তুলে ধরা প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের (Satyapal malik) মৃত্যুতে শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে তিনি যে খ্যাতি অর্জন করেছিলেন তার থেকেও বেশি তাঁর পরিচিত জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন। বিজেপির মনোনিত রাজ্যপাল হওয়া সত্ত্বেও সত্য প্রকাশে তিনি বিজেপিকে কখনই ভয় পাননি। তাঁর সেই সততার কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রয়াণে শোকাহত, যিনি ভারতের রাজনীতিতে পরিচিত এমন কিছু সত্য তুলে ধরার জন্য, যা বলার ক্ষমতা অনেকেরই হয় না।
আরও পড়ুন- ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের
সেই সত্যি সম্পর্কে নিজের বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, সত্যপালজি (Satyapal malik) সাহসিকতার সঙ্গে ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে সরব হয়েছিলেন এবং পুলওয়ামা হামলা সম্পর্কিত কিছু অপ্রিয় সত্য সম্পর্কেও সরব ছিলেন। এই সাহসিকতা আমাদের কুর্নিশের যোগ্য এবং আজকের দিনে আমি আবার আমার কুর্নিশ জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।
প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের প্রয়াণে তাঁর সত্যবাদীতাকে কুর্নিশ জানিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। তিনি জানান, জনসাধারণের জন্য তাঁর অবদান ও সরকারকে সত্যি কথা বলার তাঁর অবিচল অঙ্গীকার সকলে মনে রাখবেন।