হনুমান জয়ন্তী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Must read

শনিবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন- বিরোধীদের বিরুদ্ধে মামলায় ইডির সাফল্যের হার মাত্র ১ শতাংশ, তোপ দাগল তৃণমূল

রামনবমীতেও সকলকে শুভকামনা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই বিশেষ দিনগুলোতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী। এবারও ব্যতিক্রম হয়নি। রামভক্ত হনুমানের জন্মজয়ন্তী (Hanuman Jayanti) বছরে দুবার পালিত হয়। হনুমান জয়ন্তী নিয়ে নানা বিশ্বাস এবং মতবাদ প্রচলিত রয়েছে। শনিবার চৈত্র পূর্ণিমা তিথিতে রাজ্যজুড়ে এই উৎসব পালিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিষেক সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি লেখেন হনুমান জয়ন্তীতে শক্তি, সাহস এবং ভক্তির বিকাশের হোক। রাজ্য তথা শহরের বিভিন্ন প্রান্তে আজকে ছোট ছোট কয়েকটি ধর্মীয় মিছিল এবং বেশ কিছু জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Latest article