রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই পেট্রোল-ডিজেলে ছাড় কেন্দ্রের, ক্ষোভ মুখ্যমন্ত্রীর

পেট্রোল-ডিজেলে লিটার পিছু ১ টাকা করে সেস চার দিতে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা খরচ হয়। এই খাতে রাজ্যের ক্ষতির পরিমাণ ১১৪১ কোটি টাকা হবে।

Must read

রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ দিয়েই কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের উপর শুল্ক ছাড়ের কথা জানিয়েছে। সোমবার নবান্নে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন কেন্দ্রীয় সরকার জ্বালানির শুল্ক কমানোয় রাজ্যের ৬৪১ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। পেট্রোল-ডিজেলে লিটার পিছু ১ টাকা করে সেস চার দিতে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা খরচ হয়। এই খাতে রাজ্যের ক্ষতির পরিমাণ ১১৪১ কোটি টাকা হবে।

আরও পড়ুন-বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে নবান্ন থেকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এদিন বলেন, কেন্দ্র এক্সাইজ ডিউটি কমানোয় রাজ্যের ১ টাকা ৮০ পয়সা কমে গিয়েছে। রাজ্য আগে থেকেই লিটারে ১ টাকা সেসে ছাড় দিচ্ছিল। ফলে এখন রাজ্যে পেট্রোলে ২ টাকা ৮০ পয়সা ছাড়। সেই হিসেবে রাজ্যে এখন ডিজেলে লিটারে ২ টাকা ৩ পয়সা ছাড়। এই প্রসঙ্গে দেশের অন্যান্য রাজ্যগুলিতে জ্বালানিতে ছাড়ের সঙ্গে তুলনা করেন তিনি।
• কেরলে পেট্রোলে ২ টাকা ৪১ পয়সা ছাড়
• রাজস্থান পেট্রোলে ২ টাকা ৪৮ পয়সা ছাড়
• মহারাষ্ট্র ২ টাকা ৮ পয়সা ছাড়
• বাংলায় ২ টাকা ৮০ পয়সা ছাড়

আরও পড়ুন-মোদি-শাহের নাম না করে তাদের হাতে ‘টোটাল অটোনমি’ নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কেন্দ্র পেট্রলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা আন্ত শুল্ক কমিয়েছে। কারণ এই শুল্ক-ছাড়ে রাজ্যেরও ভাগ আছে। নিজেদের প্রাপ্য রাজস্বে যাতে কোপ না পরে এজন্য পরিকল্পিতভাবেই সেস না কমিয়ে আন্তশুল্ক কমানো হয়েছে। তার অভিযোগ কেন্দ্রীয় সরকার রাজ্যকে নিজেদের প্রাপ্য বরাদ্দ থেকে বঞ্চিত করছে। অথচ ২০১৪-১৫ সাল থেকে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের উপর শুল্ক বাবদ ১৮ লক্ষ ২৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে। অন্যদিকে উজালা যোজনায় রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেছেন।

আরও পড়ুন-দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র বাংলার বরাদ্দ পাওনা টাকাও দেয় না। বিজেপি শাসিত রাজ্য যে টাকা পায়, বাংলা তা পায় না।

Latest article