মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)
অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : রাজ্যের শিল্পমুকুটে আরও এক নতুন পালক যুক্ত হতে চলেছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বিভিন্ন শিল্পগোষ্ঠীর কাছে নতুন করে বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর আহ্বানে সাড়া দিয়েই পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্পতালুকে এবার একটি ‘পলিফিল্ম’ শিল্প গড়ে তুলতে চলেছে এক নামী বহুজাতিক সংস্থা। প্রায় চারশো কোটি টাকা বিনিয়োগ করবে তারা। বুধবার এই কারখানাটিরই শুভ শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এই শিল্পগোষ্ঠী চলতি বছরেই রাজ্য সরকারের কাছ থেকে পানাগড়ে ১৯ একর জমি কিনেছে। পানাগড়, বুদবুদ ও গলসি-১ নম্বর ব্লকের বেশ কিছুটা এলাকা নিয়ে প্রায় দেড় হাজার একর জমি অধিগ্রহণ করে সেখানে ল্যান্ডব্যাঙ্ক গড়ে তুলেছে রাজ্য। ইতিমধ্যেই এই শিল্পতালুকে ম্যাট্রিক্স নামে একটি সংস্থা ইউরিয়া সার তৈরির একটি কারখানা গড়ে তুলেছে। খুব শিগগিরই সেখানে উৎপাদন শুরু করবে সংস্থাটি। ইতিমধ্যেই এই শিল্পতালুকে ‘ম্যাট্রিক্স’ ইউরিয়া সার প্রস্তুতের কারখানা স্থাপন করেছে। জ্বালানি হিসেবে ‘কোল বেড মিথেন (সিবিএম)’ ব্যবহার করবে ‘এসার অয়েল’-এর কাছ থেকে কিনে। পলিফিল্ম কারখানাটিতেও বেশ কিছু কর্মসংস্থান হবে বলে আশা সব মহলেরই।
আরও পড়ুন : বজ্রপাত আটকাবে ছাত্রের ছাতা
এদিকে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে পুরো এলাকাটিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জেলাশাসক অরুণ প্রসাদ ও আসানসোল-দুর্গাপুর পুলিশের কমিশনার সুধীরকুমার নীলকান্তম এই শিল্পতালুকের প্রতিটি এলাকা পরিদর্শন করে গিয়েছেন। এখানেই তৈরি হয়েছে অস্থায়ী একটি হেলিপ্যাড। এছাড়া সিটি সেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনেও তৈরি করা হয়েছে একটি হেলিপ্যাড। সেখানেই তাঁর হেলিকপ্টারটির নামার কথা। মঙ্গলবার দুর্গাপুর পৌঁছে মুখ্যমন্ত্রী সিটি সেন্টারের সার্কিট হাউসে রাত্রিযাপন করতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর এই সফর তাই শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…