HMPV নিয়ে আতঙ্ক নয়, মুখ্যমন্ত্রীর নিশানায় এবার ‘প্রাইভেট চক্র’

Must read

হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) নিয়ে চিন্তা নয়। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে নেমে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ‘প্রাইভেট চক্র’ নিয়ে সতর্ক করে দিলেন তিনি। এই নয়া ভাইরাসের পিছনে ‘ষড়যন্ত্র’ দেখছে রাজ্যের প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন- BGBS-এর প্রস্তুতির অগ্রগতি দেখতে আগামিকাল বৈঠকে মুখ্যমন্ত্রী

গতকাল গঙ্গাসাঘর মেলার উদ্বোধনে গিয়ে HMPV নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজও একই কথা জানিয়েছেন তিনি। আশ্বাস দিয়েছেন, “আতঙ্কিত হবেন না। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকর নয়। যদি কোনও চিন্তার কারণ হয়, তবে তা আমরাই জানিয়ে দেব।”

পাশাপাশি এদিন নাম না করে বিভিন্ন বেসরকারি হাসপাতালের ‘আকাশছোঁয়া বিলের’ প্রবণতাকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কিছু প্রাইভেট চক্র আছে যারা সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর নিয়েও ভয় ধরাচ্ছে। তাঁর বক্তব্য, “আমরা স্বাস্থ্যসাথী দিয়েছি, যেখানে প্রয়োজনের বাইরেও লক্ষ লক্ষ টাকার অকারণে বিল করা হচ্ছে। তাই আমরা এই নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করেছি।”

Latest article