প্রতিবেদন : ১৯২ কেজি ভারোত্তোলন করে বিশ্বরেকর্ড করেছে বাংলার মেয়ে কোয়েল বর। তাঁর এই সাফল্যে শুভেচ্ছাবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বরাবরই এই প্রতিভাদের কদর করেন। বিশেষভাবে উৎসাহিত করেন। তাই এবারেও বাংলার ঘরের মেয়ের এই সাফল্যে তিনি আপ্লুত হয়ে শুভেচ্ছা জানালেন।
আরও পড়ুন-কাল মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন নেত্রী
মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, আমাদের বাংলার ঘরের মেয়ে, হাওড়ার বাসিন্দা কোয়েল বর আমেদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করে জোড়া সোনা জিতে বাংলাকে গর্বিত করেছে। আমি ওকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালবাসা জানাই। ওর অভিভাবক, কোচ— সকলকে জানাই শুভেচ্ছা। আগামী দিনে কোয়েল আরও ভাল খেলবে, অলিম্পিক্সে পদক জিতে বাংলার মুখ আরও উজ্জ্বল করবে, এই প্রত্যাশা আমি করি। ওর যে কোনও দরকারে রাজ্য সরকার পাশে থাকবে।
কোয়েল ৫৩ কেজি বিভাগে মোট ১৯২ কেজি ভারোত্তোলন করেছেন। ১৭ বছরের কোয়েল গুজরাতে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগেই ১০৭ কেজি ভারোত্তোলন করেছেন।