জীবনদায়ী ওষুধের বর্ধিত দাম প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর, ঘোষণা বিক্ষোভ কর্মসূচির

Must read

জীবনদায়ী ওষুধের বর্ধিত দাম প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে জোরালো দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুধু তাই নয় কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করা না হলে পথে নেমে আন্দোলন করার কথাও ঘোষণা করেছেন তিনি।

ডায়াবেটিস, হার্টের গুরুত্বপূর্ণ একাধিক নিত্য প্রয়োজনীয় ওষুধ, ক্যান্সারের মতো মারণ রোগের ৭৪৮টি ওষুধের দাম ১ এপ্রিল থেকে বৃদ্ধি করেছে কেন্দ্রের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে সাধারণ মানুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য। তাই তাঁর সরকার স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প এনেছে সাধারণ মানুষের জন্য। কিন্তু কেন্দ্রীয় সরকার সাধারণ জেনেরিক মেডিসিনের দাম বৃদ্ধি করা থেকে শুরু করে স্বাস্থ্যবিমাতেও জিএসটি বাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্যই হচ্ছে মানুষের সম্পদ। তার ওপর এভাবে বাড়তি চাপ দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে, যা উচিত নয়। তিনি স্পষ্ট জানান, এরপর সাধারণ মানুষ কীভাবে চিকিৎসা করাবে কেন্দ্রীয় সরকার তা ভাবছে না। ডাক্তার যখন এই ওষুধগুলি লিখবেন তখন গরিব মানুষ তা কিনতে পারবেন না। শুধুমাত্র মুষ্টিমেয় একশ্রেণীর মানুষের স্বার্থ রক্ষা করতেই এই পদক্ষেপ কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর স্পষ্ট কথা, তাহলে কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য? এই সিদ্ধান্ত কি একটি শ্রেণির জন্য নেওয়া হচ্ছে, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করাতে পারে? শুধুমাত্র ওদের জন্য সরকার চলবে?

আরও পড়ুন- গুজরাতের বাজি কারখানা লাইসেন্স ছিল না: মুখ্যমন্ত্রী

কেন্দ্র এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে পথে নেমে আন্দোলন করারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী শুক্র এবং শনিবার তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা ৪টে থেকে ৫টা প্রতিবাদ মিছিল করা হবে। সেখানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে অংশ নেওয়ারও তিনি আহ্বান জানিয়েছেন।

Latest article