৩ বছর ধরে বঞ্চনা কেন্দ্রের, আরও ১৬ লক্ষ বাড়ি ছাব্বিশেই

১২ লক্ষ মানুষকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দিলেন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : কথা রাখেনি কেন্দ্র। তিন বছর ধরে বাংলাকে শুধু বঞ্চনা করেছে। কেন্দ্র না দিলে বাংলার বাড়ি তিনি গড়ে দেবেন বলে কথা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি সেই কথা রাখলেন। ২০২৪-এর ডিসেম্বরের মধ্যেই ১২ লক্ষকে বাংলার বাড়ির টাকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে বাংলার বাড়ির টাকা প্রদান অনু্ষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আরও ১৬ লক্ষকেও ২০২৬-এর প্রথমেই বাংলার বাড়ি দেওয়া হবে। তালিকা প্রস্তুতই রয়েছে।

এদিন, কেন্দ্রকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল। তা সত্ত্বেও বাংলাকে টাকা দেওয়া হয়নি। কেন্দ্র বঞ্চনা করে চলেছে। কিন্তু আমরা বাংলার মানুষকে বঞ্চিত রাখব না। তাই আমরাই টাকা তুলে দিচ্ছি। ২১টি জেলার ১২ লক্ষ যোগ্য পরিবারকে টাকা তুলে দেওয়া শুরু হল মঙ্গলবার থেকে। তিন-চার দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এ-জন্য মোট বরাদ্দ হয়েছে ১৪ হাজার ৭৭৩ কোটি টাকা। দুটি কিস্তিতে এই টাকা দেওয়া হবে। এখন উপভোক্তারা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পাবে। বাকি ৬০ হাজার টাকাও ছ-মাসের মধ্যে পেয়ে যাবেন উপভোক্তারা।

আরও পড়ুন- এক দেশ এক ভোট: বিরোধীদের প্রবল চাপে বিল জেপিসিতে

তিনি বলেন, ১১ লক্ষ বাড়ির সঙ্গে ঝড় ও দুর্যোগের কারণে বেড়ে ১২ লক্ষ হয়েছে। সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে আবেদন করেছিল। ১২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক ও পোস্ট অফিসের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। কেন্দ্র বারবার ধরে টিম পাঠিয়েছে, যা দেখতে চেয়েছে, জানতে চেয়েছে আমরা তার জবাব দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও কোনও লাভ হয়নি। আমরা কেন্দ্রের কাছে ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই। কিন্তু আমাদের প্রাপ্য দেওয়া হয়নি। উপরন্তু আমাদের থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। শুধু আবাস যোজনার টাকাই নয়, একশো দিনের কাজেও বঞ্চনা করা হয়েছে। গরিব মানুষের বকেয়া আমরা মিটিয়েছি। এছাড়া গ্রামীণ রাস্তার টাকাও দিচ্ছে না কেন্দ্র। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে প্রতি পদক্ষেপে বঞ্চনা চলছে।

Latest article