শাহ প্রধানমন্ত্রী, মোদি স্বরাষ্ট্রমন্ত্রী! হিমন্তের মন্তব্যে অন্য ছকের ইঙ্গিত

Must read

প্রতিবেদন : মুখ ফসকে ভুল বলে ফেলেছেন বলে সাফাই দিলেও কেউই বিশ্বাস করছেন না এই তত্ত্ব। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (CM Himanta Biswa Sarma) বিতর্কিত মন্তব্যে একদিকে মুখ পুড়েছে বিজেপির, অন্যদিকে এই ইস্যুতে বিরোধীদের লাগাতার তোপ চলছে। অসমের বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে একমঞ্চে বক্তৃতা দেন হিমন্ত। সেখানে অসমের মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে অমিত শাহকে (Amit Shah) দেশের প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে উল্লেখ করেন। হিমন্তের বক্তব্যের এই ভিডিও মুহূর্তে ভাইরাল। অপ্রস্তুত বিজেপি নেতৃত্বের সাফাই, মুখ ফসকে ভুল বলে ফেলেছেন মুখ্যমন্ত্রী। যদিও এই সরল ব্যাখ্যা মানতে নারাজ রাজনৈতিক মহল। পাশাপাশি বিজেপির গোষ্ঠী কোন্দলকেও ইঙ্গিত করছেন অনেকে। তাদের মতে, নেহাতই মুখ ফসকে এত বড় কথা বলতে পারেন না হিমন্ত। এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের জের। অমিত শাহর অনুগামী হিসেবে পরিচিত অসমের মুখ্যমন্ত্রী। সেকারণেই তিনি শাহকে প্রধানমন্ত্রী বলে তুলে ধরেছেন। পাশাপাশি কৌশলে প্রধানমন্ত্রী হিসেবে শাহর নাম তুলে এনেছেন।

আরও পড়ুন: সুপ্রিম রায়ে আপাত-স্বস্তি, তবে পুনর্বিবেচনা মানে প্রত্যাহার নয়

হিমন্তের (CM Himanta Biswa Sarma) বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে অসমের বিরোধী রাজনৈতিক দলগুলি উল্লেখ করছেন, অতীতের একটি ঘটনার প্রসঙ্গ। পুরনো একটি ফেসবুক পেজ পোস্ট করে দেখানো হয়েছে, সর্বানন্দ সোনেওয়াল অসমের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের এক বিজেপি সাংসদ হিমন্তকে মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছিলেন। কিছুদিনের মধ্যেই দেখা যায়, হিমন্তই হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। এই ঘটনা উল্লেখ করে রাজনৈতিক মহলের বক্তব্য, আগেভাগে অমিত শাহকে ‘প্রধানমন্ত্রী’ বলে বিজেপি গোপন পরিকল্পনা ফাঁস করেছেন হিমন্ত। প্রশ্ন উঠছে, তাহলে কি মোদিকে সরিয়ে ২০২৪-এ গেরুয়া শিবিরের মুখ অমিত শাহ?

Latest article