প্রতিবেদন : সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনদিনের দিল্লি সফর। পশ্চিমবঙ্গের পাওনাগণ্ডা-সহ একাধিক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফের এলাকা বৃদ্ধির বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রীকে তাঁর ক্ষোভ জানাবেন। দিল্লির প্রগতি ময়দানে ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে শিল্প-বাণিজ্য মেলা। সেখানে রয়েছে বাংলার প্যাভিলিয়ন। একফাঁকে সেখানেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেসব দলের বোঝাপড়া রয়েছে, কথা হবে তাদের সঙ্গেও। এর আগে ২৫ জুলাই দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখনই জানিয়েছিলেন, এবার থেকে ঘনঘন দিল্লি যাবেন তিনি। ২০২৪-কে লক্ষ্য রেখে ঘর গোছাচ্ছে তৃণমূল কংগ্রেস। ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদে শীতকালীন অধিবেশন। তার আগেই গোটা সংসদীয় দলকে নির্দেশ দেবেন, কোন পথে কোন কোন ইস্যুতে দলের সাংসদরা সরব হবেন সংসদের অন্দরে।