উন্নয়নের ডালি নিয়ে আজ মালদহে, সভা মুখ্যমন্ত্রীর

Must read

সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যজুড়ে চলছে একের পর এক উন্নয়নযজ্ঞ। নতুন বছরে উন্নয়নের ডালি নিয়ে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার মুর্শিদাবাদের পর আজ মঙ্গলবার মালদহে (Malda) সভা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন-ওয়াংখেড়েতেই শেষ টেস্ট খেলতে চেয়েছিলাম, ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে শচীন

এখানেও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে মুখ্যমন্ত্রী ৩৫০ কোটি প্রকল্পের উদ্বোধন ও ৮০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন বলে জানা গেছে। মালদহের সুজাপুরে প্লাস্টিক হাব, কাজিগ্রামে ক্লাস্টার শিল্প, রাস্তা, বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পথশ্রী, বাড়ি বাড়ি পানীয় জল-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি।

Latest article