মানস দাস, মালদহ : দুই দিনাজপুরের পর আজ মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলান্যাস ও উদ্বোধন মিলিয়ে মোট ৯৬টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। যার আনুমানিক হিসাব ৮০০ কোটি টাকা। এককথায়, আজ মালদহে দরাজ মুখ্যমন্ত্রী।
এর মধ্যে ৩৭টি প্রকল্পের জন্য ২৯৮ কোটি ৭৭ লক্ষ ৬১ হাজার টাকা খরচ হয়েছে। ৫৯টি প্রকল্পের শিলান্যাস করবেন। যার জন্য ৪৬৯ কোটি ৬৫ লক্ষ ৩৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বাংলায় এসেছে উন্নয়নের জোয়ার। স্মরণকালের মধ্যে মালদহের উন্নয়নের যে গতি মুখ্যমন্ত্রী এনে দিয়েছেন তাকে আরও একধাপ এগিয়ে দেবেন আগামিকাল। এই পর্যালোচনা বৈঠক মানেই কাজের গতিপ্রকৃতি কোন জায়গায় পড়ে রয়েছে, কোথায় সমস্যা হচ্ছে, তার সমাধান করা। পাশাপাশি এই সব শিলান্যাস করা হলেই হবে না, দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে সমস্ত কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। সময়কে হারিয়ে দিয়ে কাজ শেষ করতে হবে। মালদহ কলেজ অডিটোরিয়ামে দুপুর বারোটায় শুরু হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক।
আরও পড়ুন : আলিপুরদুয়ার উন্নয়নের মহাযজ্ঞ
উদ্বোধন : ২৯৮ কোটি ৭৭ লক্ষ ৬১ হাজার টাকা
শিলান্যাস : ৪৬৯ কোটি ৬৫ লক্ষ ৩৪ হাজার টাকা
প্রাণিসম্পদ দফতরের অধীন প্রকল্প
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থা
জনস্বাস্থ্য কারিগরি দফতর পূর্ত দফতরের অধীন প্রকল্প মালদহে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ওল্ড মালদহ পুরসভার নতুন কাজ ও অগ্রগতি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির মূল্যায়ন
উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের নতুন কাজ
সেচ ও জলপথ বিভাগের অধীন প্রকল্প
মালদহে শিক্ষা মিশন প্রকল্পের অগ্রগতি