প্রতিবেদন : রাজ্যের শিল্পায়নের নতুন গন্তব্য পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি পলিফ্লিম ফ্যাক্টরির শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে আগামী সপ্তাহে সেখানে যাচ্ছেন তিনি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২ নম্বর জাতীয় সড়কের পাশে এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ওই সংস্থা। ১ সেপ্টেম্বর যার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তা ও জেলা প্রশাসন। প্রাথমিকভাবে একটি বেসরকারি কারখানার জমিতেই হেলিপ্যাড তৈরির ভাবনা রয়েছে। জানা গিয়েছে, এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের জমি বাম আমলে অধিগৃহীত হলেও বর্গাদারদের পাট্টা দেওয়া থেকে শুরু করে শিল্পতালুকের পরিকাঠামো উন্নয়ন, সবই তৃণমূল সরকারের আমলে হয়েছে। উন্নত পরিকাঠামো পেয়ে ব্যবসায়ীরাও এই এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখনও পর্যন্ত ১০টি নতুন শিল্পক্ষেত্র গড়ে উঠছে। তারমধ্যে অন্যতম হল পলিফিল্ম ইন্ডাস্ট্রি। প্রাথমিকভাবে ৪০০ কোটি টাকা বিনিয়োগ করে একটি বেসরকারি সংস্থা এই কারখানা গড়ে তুলছে। সেটিরই শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।