অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ : পাঁচ জেলা সফরে সোমবার মালদহে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের সময় যেখানেই ট্রেন থেমেছে দলীয় কর্মীরা স্লোগান দিয়েছেন। বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই পৌঁছন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন চপ, মুড়ি। ছিলেন অন্যান্য দলীয় কর্মীও।
এই পর্যায়ে মুখ্যমন্ত্রী জেলা সফর শুরু হচ্ছে ৭ ডিসেম্বর।
আরও পড়ুন : Goaয় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে নির্বাচনী জোট তৃণমূল কংগ্রেসের
মঙ্গলবার প্রথম দিন মুখ্যমন্ত্রী দুই দিনাজপুরের উন্নয়ন নিয়ে কথা বলবেন প্রশাসন থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে। অবহেলিত উত্তরবঙ্গের উন্নয়নের দরজা খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বভাবতই দুই দিনাজপুরের মানুষ অপেক্ষায়। মালদহ থেকে তিনি রায়গঞ্জে জোড়া সভা করতে যাবেন। ৮ ডিসেম্বর মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার সমস্ত কাজের খতিয়ান নেবেন। কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে। ৯ তারিখ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে। জেলাসফরের পর ফের তাঁর গোয়া এবং শিলং যাওয়ারও কথা।
মঙ্গলবার রায়গঞ্জের সভা থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাঁর সভার আগে কর্ণজোড়ায় অডিটোরিয়ামের পরিদর্শন করেন রাজ্যের কৃষিবিপণনমন্ত্রী বিপ্লব মিত্র। প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলায় আলাদা প্রশাসনিক বৈঠক করার কথা থাকলেও বর্তমানে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বৈঠক একই জায়গায় অর্থাৎ রায়গঞ্জের অডিটোরিয়ামেই হবে। রাজ্যের আরও এক মন্ত্রী গোলাম রব্বানি, ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হুসেন ও অন্যান্য নেতৃত্বও সভাস্থল খতিয়ে দেখেন। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।’