প্রতিবেদন : মঙ্গলবার, কর্ণজোড়ায় দুই দিনাজপুরের (Dinajpur) প্রশাসনিক বৈঠক থেকে শিল্প গড়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
বৈঠক এ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hakrishna Dwivedi) জানান, যে তিনটি টেক্সটাইল পার্ক (Textiles Park) হচ্ছে। তারমধ্যে একটি হচ্ছে উত্তর দিনাজপুরে। সেখানে দুই দিনাজপুরের তাঁতিরা। আয়ের সুযোগ পাবেন। থাকবে পাওয়ারলুম তৈরির সুবিধা।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানেন, দুই দিনাজপুরে দ্রুত পুরভোট হবে। পুর কমিশনারদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। বলেন, “মাধ্যমিক, উচ্চমাধ্যমিক-সহ বোর্ডের পরীক্ষার মধ্যে পুরভোট নয়, কবে পরীক্ষা, কবে গঙ্গাসাগর মেলা, হোলি। তারিখ-তালিকা তৈরি করে জমা দিন”। স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন : Kolkata Police: কলকাতা পুলিশের উদ্যোগে অভিনব কর্মশালা
এর পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন মমতা। দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পয়লা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবার ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার। তিনি জানান, মৎস্যজীবী এবং শিল্পীদের জন্য আলাদা কার্ড আনা হচ্ছে। এদিনই বৈঠক থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
বুধবার, সকালে মালদহের প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে বৈঠক সেরে মুখ্যমন্ত্রী যাবেন মুর্শিদাবাদে। বিকেলে সেখানেই জেলার প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা। মুর্শিদাবাদ থেকে নদিয়াতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার, কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে জেলাশাসক, বিডিও, জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। বৈঠক সেরে সেদিনই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।