সংবাদদাতা, হাওড়া ও বর্ধমান : পূর্ব বর্ধমানের (Burdwan) ভাতার ব্লকের ওরগ্রামে পঞ্চায়েত দফতরের উদ্যোগে গড়ে ওঠা তিনটি হোমস্টে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মঙ্গলবার পঞ্চায়েত দফতরের অধীন কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেণ্ট কর্পোরেশনের (সিএডিসি) উদ্যোগে গড়ে ওঠা এই তিনটি ভ্রমণ আবাস পরিদর্শন করেন জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েতমন্ত্রী পুলক রায়।
আরও পড়ুন-ঘরে তালাবন্ধ মহিলা উদ্ধার
ছিলেন পঞ্চায়েত দফতরের বিশেষ সচিব এবং সিএডিসির কর্তা সৌম্যজিৎ দাস-সহ অনেকে। ওরগ্রামে ৯১ একর জায়গা জুড়ে গড়ে ওঠা সিএডিসির ফার্মটি পুরো দেখেন মন্ত্রী পুলক রায়। সেই সঙ্গে ওরগ্রাম সমন্বয়ী প্রকল্পের পরিবেশ-বান্ধব উদ্যানে গড়ে ওঠা নবনির্মিত হোমস্টেগুলিও পরিদর্শন করেন তিনি। কথামতো বর্ধমান সফরে এসে এই তিন হোমস্টে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আগে পুরো এলাকাটি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী পুলক রায়। জানা গিয়েছে, স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি বিভিন্ন হস্তশিল্পের স্টল চালু হবে এখানে। মন্ত্রী পুলক রায় জানান, ‘‘এর ফলে এলাকার আর্থ-সামাজিক অবস্থাও অনেকখানি উন্নত হবে।’’