বঙ্গ

বিধায়কদের হাজিরা নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, বার্তা দিলেন শৃঙ্খলা রক্ষারও

জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার পরিষদীয় বৈঠকেও বিধায়কদের প্রতি কড়া বার্তা দিলেন। সোমবার বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানালেন, এখনও আমি আছি, শেষ সিদ্ধান্ত আমিই নেব। শৃঙ্খলা না মানলেই নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা।

এদিন বিধানসভায় ৬ বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পরিষদীয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই বৈঠকে তিনি বলেন, সকলকে শৃঙ্খলা মানতেই হবে। না মানলে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় কর্মসমিতির বৈঠকে গড়ে দেওয়া তিনটি শৃঙ্খলারক্ষা কমিটির মধ্যে একটি পরিষদীয় কমিটিও ছিল। এদিন বিধানসভার বৈঠকে সেই পরিষদীয় কমিটিকে শৃঙ্খলা রক্ষার বিষয়টি আরও একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকে অধিবেশনে হাজিরা নিয়ে বিধায়ক কড়া নির্দেশ দিয়ে তিনি জানান, পর পর তিনদিন বিধানসভায় সময়মতো না এলে চতুর্থদিনে সেই বিধায়ককে শোকজ করা হবে। তারপর তিনি জানিয়ে দেন, এখনও আমি আছি। শেষ সিদ্ধান্ত আমিই নেব। বিধায়কদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যে যার এলাকায় বাড়ি বাড়ি যান। জনসংযোগ বাড়ান মানুষের সঙ্গে কথা বলুন। তাঁদের অভাব-অভিযোগ শুনুন। তার সমাধান করুন। এখন থেকেই শুরু করে দিন ছাব্বিশের প্রস্তুতি। প্রশাসনিক কাজ বাকি থাকলে আমায় জানান, আমি ব্যবস্থা করে দেব। কিন্তু দলের বাইরে কিছু বলবেন না। শৃঙ্খলাভঙ্গ করলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে‌‌। সকলকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে।

আরও পড়ুন- বাংলা পর্যটনের সেরা ডেস্টিনেশন, হোম স্টে মডেলে অর্থনৈতিক উন্নতির বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন দলনেত্রী নির্দেশ দেন, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বিধায়কদের নিয়ে। এই গ্রুপে সব কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। বিধায়কদের কিছু বলার থাকলে ওই গ্রুপেই বলবেন। আমার কিছু বলার থাকলেও ওখানেই বলে দেব। এদিন তিনি আরও স্পষ্ট করে দেন, দলে সবাই সমান। আজ কেউ মন্ত্রী, কাল বিধায়ক। ওসব নিয়ে ভাববেন না। মানুষের কাছে যান। মানুষের কাজ করুন কাজ করুন। মানুষের জন্য কাজই আপনাকে উপযুক্ত সম্মান দেবে।

আজ প্রথা মেনে বিধানসভায় শপথ নিলেন রাজ্যের ছয় নির্বাচিত তৃণমূল বিধায়ক। দীর্ঘদিন পরে রাজ্যপালের সহযোগিতায় সুষ্ঠু পথে সম্পন্ন হল শপথ গ্রহণ প্রক্রিয়া। শপথ গ্রহণ করান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছয় বিধায়কের শপথ গ্রহণে কোনও বাধা সৃষ্টি হয়নি। একে একে সিতাইয়ের বিধায়ক পদে সঙ্গীতা রায়, মাদারিহাটের বিধায়ক পদে জয়প্রকাশ টোপ্পো, নৈহাটির বিধায়ক পদে সনৎ দে, হাড়োয়ার বিধায়ক পদে রবিউল ইসলাম, মেদিনীপুরের বিধায়ক পদে সুজয় হাজরা ও তালডাংরার বিধায়ক পদে ফাল্গুনি সিংহবাবু শপথ নেন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

58 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago