রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ রুখতে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ

Must read

অনুপ্রবেশ নিয়ে সতর্ক থাকতে হবে। কোনও ভাবেই যেন জঙ্গিরা রাজ্যে ঢুকতে না পারে। বুধবার, উত্তরকন্যা প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভায় প্রশাসনিক আধিকারিক-সহ আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলার এসপি থেকে IC, OC-দের নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পুলিশকে পেট্রলিং বাড়াতে বলেছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, প্রশাসন ছাড়া কাউকে কোনও তথ্য দেওয়া যাবে না। দায়িত্বপ্রাপ্ত লোক ছাড়া কাউকে পরিচয় পত্র দেবেন না- নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে মালদহ, কোচবিহারে টহলদারি বাড়ানোর নির্দেশ দেন।

প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ ভিন্‌রাজ্য থেকে ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছেন। তিনি জানান, “বাইরে থেকে ঢুকে অনেকে ভোটার কার্ড, আধার কার্ডের তথ্য নিয়ে চলে যাচ্ছে। আমাদের দলের অনেকের সঙ্গেও এটা হয়েছে। সাবধান থাকতে হবে, বাইরে থেকে এসে কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। আবার এখানে কেউ যেন মানুষকে মিথ্যা কথা বলে তথ্য হাতিয়ে নিতে না পারে।“ এর পরেই সবাইকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ চট করে কাউকে কোনও ডিটেলস্ দেবেন না। ‘অথেনটিক’ কেউ কি না দেখে নেবেন। এ রকম ধরাও পড়েছে। ঝাড়গ্রাম, মালদহ, কোচবিহার, কলকাতা এবং ডায়মন্ড হারবারে পুলিশ ব্যবস্থা নিয়েছে।“

আরও পড়ুন-কলকাতার আকাশে রহস্যময় ড্রোন, সতর্ক লালবাজার

পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে প্রশাসনিক প্রধান জানান, “বিজ্ঞানের অগ্রগতির যুগে মানুষ এগিয়ে চলছে। তেমন ক্ষতিকর শক্তি বাড়ছে। যা আগে ছিল না। তাই সকলকে চোখ-কান খোলা রাখতে হবে। আগে পুলিশ তিন-চার বার এলাকায় এলাকায় ঘুরত। এখন ঘোরেই না!“ তাঁর কথায়, “যত বেশি পুলিশ ভ্যান নিয়ে ঘুরবে মানুষ তো জানবে যে পুলিশ ‘অ্যালার্ট’ আছে।“

সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকায় পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিএসএফ দায়িত্বে আছে বলে নিজেরা বসে থাকবেন না। এইতো কয়েক দিন আগে শীতলখুচি থেকে এক জনকে তুলে নিয়ে যাওয়া হল। উদয়ন (আমাকে জানানোর পর তাঁকে বেল (করিয়ে ছাড়িয়ে এনেছি আমরা। তাই ‘বিএসএফের দায়িত্বে আছে’ বলে নিজেরা বসে থাকবেন না। পাড়ার ক্লাবগুলো হাতে রাখুন। এটা পুলিশকে বলছি।“

Latest article