প্রায় ২০০ বছর ব্রিটিশদের অধীনে থাকার পর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন (Independence Day) হয় ভারত। এটি ভারতের ৭৮ তম স্বাধীনত দিবস। এই দিনে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ট্যুইটারে নিজের হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমার সকল ভাই ও বোনদেরকে স্বাধীনতা দিবসের (Independence Day) শুভেচ্ছা!! এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা সর্বস্ব উৎসর্গ করেছেন। এই ঐতিহাসিক দিনে, মাতৃভূমির প্রতি তাদের নিঃস্বার্থ ভালোবাসার জন্য আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
Happy Independence Day to all my brothers and sisters!!
Our freedom fighters sacrificed everything to earn this freedom. On this historic day, I pay my deepest respect to them for their selfless love for the motherland. pic.twitter.com/RPbFBdfEGQ
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2024
সোশ্যাল মিডিয়ায় অভিষেক জানিয়েছেন, এই মহিমান্বিত দিনে আসুন আমরা আমাদের জাতিকে সংজ্ঞায়িত এবং আমাদের আগে যারা এসেছিলেন তাদের অগণিত ত্যাগকে সম্মান করে এমন নিরবধি মূল্যবোধের প্রতি প্রতিফলিত করার জন্য একটু সময় নিই। ঐক্য, শান্তি ও সম্প্রীতির চেতনা আমাদের হৃদয়ে অনুরণিত হয়, শুধু আজ নয়, প্রতিটা দিন।
আরও পড়ুন- R G Kar: গুজব ছড়ানো হচ্ছে, মাঝরাতে পরিস্থিতি সামলালেন সিপি